১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কক্সবাজারে মেরিন ড্রাইভে ৭ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

কক্সবাজারে মেরিন ড্রাইভে ৭ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ - সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক বিচ এলাকার মেরিন ড্রাইভ রোডে সাত লাখ পিস ইয়াবাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার দুপুরে কক্সবাজার র‌্যাব ১৫-এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাপ ১৫-এর উপ-অধিনায়ক মেজর শরীফুল আহসান। এর আগে, রোববার রাতে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আমিন (৪০), একই এলাকার আবু ছৈয়দের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (৩৪), মরহুম আবুল কাশেমের ছেলে নুরুল আবছার (২৮) এবং মরহুম দিল মোহাম্মদের ছেলে জাফর আলম (২৬)। এদের মধ্যে আব্দুল আমিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা আত্মস্বীকৃত ইয়াবাকারবারি।

মেজর শরীফুল আহসান জানান, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবার বড় একটি চালান কক্সবাজার হয়ে চট্টগ্রাম ও ঢাকায় পাচার হওয়ার গোয়েন্দা তথ্য পেয়ে রোববার রাতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় অবস্থান নেয় র‌্যাব। এসময় একটি সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ও নম্বর যুক্ত বিলাসবহুল পাজেরো জিপ মেরিন ড্রাইভ রোড অতিক্রম করলে সেটি আটক করে র‌্যাব। পরে পাজেরো জিপের আরোহীদের জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের কথা স্বীকার করে। গাড়ির পেছনে তল্লাশি চালিয়ে সাত লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানান যে মিয়ানমারের রাখাইনে অবস্থান করা ইয়াবাকারবারি বার্মাইয়া সিরাজের মাধ্যমে এই ইয়াবার চালানটি সীমান্ত এলাকা থেকে তারা কিনে নিয়ে আসছিলেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতার আব্দুল আমিন ইয়াবা-কারবারের একজন ‘গডফাদার’। জীবনে আর কোনো ধরনের মাদককারবারে জড়িত হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে সাত বছর আগে টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতার আব্দুল্লাহ মিয়ানমার থেকে গরু পাচারচক্রের একজন প্রধান এবং ইয়াবার বড় কারবারি। জব্দ করা বিলাসবহুল পাজেরো জিপটি আব্দুল্লাহর বাবা আবু ছৈয়দের নামে রেজিস্ট্রেশন করা। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement