২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দেবিদ্বারে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী আটক

মু. সাইফুল ইসলাম শহীদ -

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করছে দেবিদ্বার থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দেবিদ্বার আগজর চাইনিজ হোটেলের দ্বিতীয় তলায় জামায়াতশিবিরের কর্মীরা গোপন বৈঠক করার সংবাদ পেয়ে দেবিদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ মো: সেলিমের নেতৃত্বে দেবিদ্বার থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদসহ ১২ জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেফতার করে।

এসময় আটক অপর ১১ জন হলেন, মো: আবু হানিফ সরকার (২৮), মো: নাছির সরকার (১৯), জিয়াদ বিন আহাদ (২১), মো: জাহিদ হাসান (১৯), মো: আরিফুল ইসলাম (১৯), মো: শরিফুল ইসলাম (১৮), মো: আলা উদ্দিন সরকার (২১), আবদুল করিম (১৮), সৌরভ আহাম্মেদ (১৮), মো: নাঈম সরকার (২৩) ও মো: রাকিবুল ইসলাম (১৮) উভয় একই উপজেলার হামলাবাড়ী গ্রামের।

এ ব্যাপারে দেবিদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ মো: সেলিম জানান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ তার কর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আজ বুধবার সকালে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement