২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বান্দরবান সীমান্তে ফের মায়ানমারের হেলিকাপ্টারের আকাশসীমা লঙ্ঘন

-

ফের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করলো মায়ানমার সেনাবাহিনীর হেলিকাপ্টার। জেলার আলীকদম সীমান্তের ইয়ংলাই পাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে মায়ানমারের এই হেলিকাপ্টারটি বাংলাদেশের প্রায় ২ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পরে। এ ঘটনায় বিজিবির পক্ষ হতে কড়া প্রতিবাদ পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে কর্মকর্তরা জানিয়েছেন।

বিজিবি জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে সীমান্তের ৬৮ নং পিলারের কাছে আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ইয়ংলাই পাড়া এলাকার উপর দিয়ে মায়ানমারের সেনাবাহিনীর জলপাই রং এর একটি হেলিকাপ্টার বাংলাদেশের অভ্যন্তর ভাগ দিয়ে উড়ে যায়। সীমান্তের প্রায় ২ কিলোমিটার ভিতরে ইয়ংলাই সম্প্রদায়ের পাড়াটির অবস্থান। ঘটনার পর বিজিবি উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে।

এ বিষয়ে বিজিবির বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, সকালে মায়ানমারের হেলিকাপ্টারের আকাশসীমা লঙ্ঘনের বিষযটি তদন্ত করে দেখা হয়। পরে প্রমাণ পাওয়ার পর বিষয়টি বিজিবির হেড কোয়াটারে জানানো হয়েছে। ঐ সীমান্ত এলাকায় অন্যান্য স্থানের মত মায়ানমারের বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) না থাকায় সেখানে তাদের সেনাবাহিনী সীমান্ত পাহাড়া দিয়ে থাকে। এ কারনে নিজিয়নের পক্ষ হতে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে। এদিকে এর আগেও দুবার বান্দরবানের থানছি সীমান্তের সাংঙ্গু রিজার্ভ ও নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মায়ানমারের হেলিকাপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। গত মাসে থানছি সীমান্তে মায়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ড্রোন উড়তে দেখা গেছে বলেও এলাকার লোকজন জানিয়েছে।


আরো সংবাদ



premium cement
সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

সকল