০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


মাইজভাণ্ডারি ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন

-

ত্বরিকা-ই মাইজভাণ্ডারিয়ার প্রবর্তক সুফি সাধক গাউসুল আযম হজরত শাহ্সুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারির (ক:) ১১৪তম উরস শরিফ উপলক্ষে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি (ক:) ট্রাস্ট ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল ‘আলোর পথে’ আয়োজিত ‘মাইজভাণ্ডারিয়া তরিকায় আত্মনির্ভরশীলতা’ শীর্ষক বিশেষ মহিলা মাহফিল, ‘দারিদ্র্য বিমোচন প্রকল্পে’র বেকার, পুঁজিহীন, কর্মক্ষম উদ্যোগী ব্যক্তির আর্থিক অবস্থা উত্তরণে দেশের বিভিন্ন উপজেলায় জাকাতের অর্থ ও সামগ্রী বিতরণ, ‘দি মেসেজ’ আয়োজিত ‘পবিত্র কুরআনের আলোকে রসূল সা: ও আহলে বাইতে রাসূল সা:-এর মর্যদা’ শীর্ষক বিশেষ মহিলা মাহফিল ইত্যাদি। ‘আমি বিশ্বমানবতার সেবক’ সেøাগান সম্বলিত টি-শার্ট পরিহিত স্বেচ্ছাসেবীরা এ কর্মে পরিচ্ছন্ন কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচির আওতা ছিল মাইজভাণ্ডার শরিফ প্রধান সড়ক থেকে গাউসিয়া আহমদিয়া মনজিল, গাউসিয়া রহমান মনজিল এলাকাসহ গাউসুল আযম মাইজভাণ্ডারির কিংবদন্তির রওজা পুকুরের চার পাশ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement