২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কুমিল্লা জেলা কৃত্রিম প্রজননকেন্দ্রে খামারিদের মধ্যে ক্যান্ডিডেট বুলের অর্থ বিতরণ

-

প্রাণিসম্পদ অধিদফতরের কুমিল্লা জেলা কৃত্রিম প্রজননকেন্দ্রের আয়োজনে ব্রিড আপগ্রেডেশন প্রকল্পের আওয়তায় খামারিদের মধ্যে ক্যান্ডিডেট বুলের অর্থ বিতরণ ও প্রজননকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা কৃত্রিম প্রজননকেন্দ্রে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক সম্প্রসারণ ডা: শেখ আজিজুর রহমান। কৃত্রিম প্রজননকেন্দ্রের এডি (এপি) শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক মো: আজাহারুল ইসলাম ও কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্রের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. আতাউর রহমান, কুমিল্লা জেলা কৃত্রিম প্রজননকেন্দ্রের এসও মো: সাহেদ আহামদ ও প্রকল্পের এসও এবি এম কাউছার আহাম্মেদ। দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা।

 


আরো সংবাদ



premium cement