২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

৩৮ শতাংশ লেনদেন কমেছে ডিএসইর

সাপ্তাহিক পুঁজিবাজার
-

পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত সূচক যেমন কমছে তেমনি ধারাবাহিক অবনতি অব্যাহত রয়েছে লেনদেনেও। গত সপ্তাহে (জুন-৯-১১) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমেছে প্রায় ৩৮ শতাংশ। আগের সপ্তাহের ২ হাজার ১২০ কোটি টাকার স্থলে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৩১৫ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ৩৭ দশমিক ৯৬ শতাংশ কম। ১২ জুন পবিত্র শবে কদর ও ১৩ জুন ডিএসইর বিশেষ ছুটির কারণে গত সপ্তাহে কার্যদিবস ছিল তিনটি। তবে একই সময় বেড়েছে বাজারটির গড় লেনদেন। তিনটি কর্যদিবসে ডিএসইর গড় লেনদেন দাঁড়ায় ৪৫৮ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৪২৪ কোটি টাকা।
দীর্ঘ দিনের টানা পতনের পর আগের সপ্তাহে পুঁজিবাজার সূচকের নামমাত্র উন্নতি ঘটলেও গত সপ্তাহে ফের বাজার পরিস্থিতির অবনতি ঘটে। সপ্তাহের শুরুতেই হোঁচট খায় বাজারগুলো। মোট তিনটি কার্যদিবসের একটিতে সূচকের কিছুটা মিশ্র প্রবণতা দেখা গেলেও বাকি দু’টিতে সূচক হারায় দুই পুঁজিবাজার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এ সময় ১ দশমিক ৪৫ পয়েন্ট হারায়। ৫ হাজার ৩৬৬ দশমিক ৬৭ পয়েন্ট থেকে সপ্তাহ শুরু করা সূচকটি মঙ্গলবার দিনশেষে ৫ হাজার ৩৬৫ দশমিক ২২ পয়েন্টে স্থির হয়। একই সময় ডিএসই-৩০ সূচকটি ১৯ দশমিক ৮৭ ও ডিএসই শরিয়াহ সূচক হারায় দশমিক ১৪ পয়েন্ট।
সূচকের অবনতি ঘটলেও গত সপ্তাহে স্থির ছিল ডিএসইর মূল্য-আয় অনুপাত (পিই)। আগের সপ্তাহের মতো ১৪ দশমিক ৪৫ পিইতেই সপ্তাহ পার করে পুঁজিবাজারটি। একই সময়ে ডিএসইর বাজার মূলধনে সামান্য উন্নতি দেখা যায়। ৩ লাখ ৭৯ হাজার ৬৪৩ কোটি টাকা মূলধন নিয়ে সপ্তাহ শুরু করা বাজারটির মূলধন সপ্তাহান্তে দাঁড়ায় ৩ লাখ ৭৯ হাজার ৯০০ কোটি টাকায়, যা আগের সপ্তাহ অপেক্ষা দশমিক ০৭ শতাংশ বেশি।
অপর দিকে কার্যদিবস কমে যাওয়ায় লেনদেনের অবনতি ঘটায় গত সপ্তাহে হ্রাস পেয়েছে লেনদেনকৃত শেয়ার-সংখ্যা। সপ্তাহটিতে ২৩ কোটি ৪৯ লাখ ৭০ হাজার শেয়ার হাতবদল হয়, যা আগের সপ্তাহ অপেক্ষা ৪৭ দশমিক ৪১ শতাংশ কম। আগের সপ্তাহে ডিএসইতে ৪৪ কোটি ৬৮ লাখ ৯ হাজার শেয়ার হাতবদল হয়েছিল। একই কারণে কমেছে বাজারটির হাওলা সংখ্যাও। এ সময় ডিএসইতে মোট হাওলা ছিল ৩ লাখ ২২ হাজার ৩৭৭টি, যা আগের সপ্তাহ অপেক্ষা ৪২ দশমিক ২৫ শতাংশ কম। আগের সপ্তাহে ডিএসইর মোট হাওলা ছিল ৫ লাখ ৫৮ হাজার ২২২টি।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ১৪ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৮ লাখ ৩৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৬৭ কোটি ১০ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা এইডস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৪৫ কোটি ২৭ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২৪ লাখ ৩৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৪৪ কোটি টাকা।
লেনদেনের শীর্ষ দশ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, আলিফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি, ইন্ট্রাকো রিফুয়েলিং ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
সপ্তাহের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল পপুলার লাইফ ইন্স্যুরেন্স। ২২ দমমিক ৪৭ শতাংশ দাম বাড়ে জীবন বীমা খাতের এ কোম্পানির। উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি পাওয়া অন্যান্য কোম্পানির মধ্যে লিব্রা ইনফিউশন ২০ দশমিক ৬৫, ফার্মা এইড ২০ দশমিক ২৯, আরামিট লিমিটেড ১৮; শমিক ৫৭ ও জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসের ১৭ দশমিক ৪৯ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে।
অপর দিকে গত সপ্তাহে দরপতনের শীর্ষে ছিল বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস। লভ্যাংশ ঘোষণার রেকর্ড-পরবর্তী মূল্য সমন্বয়ে ৪৬ দশমিক ৬৭ শতাংশ দর হারায় কোম্পানিটি। এর আগে কোম্পানিটি ১০০ শতাংশ স্টক ও ২০০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দেয়। অন্যান্য কোম্পানির মধ্যে পুরবি জেনারেল ইন্স্যুরেন্স ১১ দশমিক ৯৭, আমান ফিড ৬.৬২, লিগেসী ফুটওয়্যার ৫.৭৮ ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস ৫.৭২ শতাংশ দর হারায়।

 


আরো সংবাদ



premium cement
ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে

সকল