২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


পয়সারহাটের ১০টি দোকান আগুনে পুড়ে ছাই

আগুনে পুড়ে ছাই ১০টি দোকন, ব্যবসায়ী হাহাকার - ছবি : নয়া দিগন্ত

বরিশালের আগৈলঝাড়ায় ভয়াবহ আগুনে ১০টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে আরো ৬-৭টি দোকান। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট পশ্চিমপাড় বাজারে এআগুন লেগেছে বলে জানা যায়।

আগুনের সংবাদ পেয়ে পার্শ্ববর্তী গৌরনদী, উজিরপুর ও কোটালীপাড়া উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী, ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রথমে হঠাৎ করে আগুন দেখতে পান তারা। মুহুর্তের মধ্যেই বিকট শব্দ হয়ে আগুন ছড়িয়ে পরে আশপাশের দোকানগুলোতে। একটি দোকানের ভেতরে থাকা শতাধিক এলপি গ্যাসের সিলিন্ডার থাকায় সেগুলো বিস্ফোরণের ভয়ে এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর জন্য আসতে ভয় পাচ্ছিলেন। এজন্যে আগুনের ভয়াবহতা আরো বৃদ্ধি পায়। আগুন লাগার প্রায় এক ঘন্টা পর পার্শ্ববর্তী গৌরনদী, উজিরপুর ও কোটালীপাড়া উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় প্রায় দেড় থেকে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনে বাজারের কাপড়ের দোকান, হার্ডওয়ার, টিনের আড়ৎ, কসমেটিক্স, এলপিজি গ্যাস ব্যবসায়ী জসিম দাড়িয়া, জাহাঙ্গীর শিকদার, আশিক দাড়িয়া, আলিম শেখ, সুজন, রফিক, মেরাজ, সেলিম তাজের দোকানসহ প্রায় ১০টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়। আংশিক ক্ষতিগ্রস্থ হয় আরও ৬ থেকে ৭ টি দোকান।

ভয়াবহ এই অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই বাজারের ব্যাবসায়ীরা। আগুনের সূত্রপাত উদঘাটন না করতে পারলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

বরিশাল ফায়ার সার্ভিস ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনের খবর পেয়ে অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী গৌরনদী, উজিরপুর ও কোটালীপাড়া উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দেড় থেকে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বাড়ৈসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 


আরো সংবাদ



premium cement
ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির রাইসির স্মরণে জাতিসঙ্ঘে এক মিনিট নীরবতা পালন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বড় ভাই বিপিএলে, ছোট ভাই বিসিএলে নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে ফার্মা সল্যুশনসকে হাইকোর্টের নির্দেশ চাটমোহর পৌর ছাত্রলীগ সভাপতি পায়েল বহিষ্কার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ মঙ্গলবার ‘বাবে কাবা’ নামের উপহারের দামি কলমটি তোষাখানায় দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি লোকসভা ভোট : রেকর্ড করল কাশ্মীরের বারামুলা বিএসটিআইকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী

সকল