২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

প্রেমিকাকে রাস্তায় ফেলে পেটালো প্রেমিক

প্রেমিকাকে রাস্তায় ফেলে পেটালো প্রেমিক - নয়া দিগন্ত

বরিশাল নগরীর কালীবাড়ি রোডের সামনে রাস্তার ওপরে ফেলে প্রকাশ্যে আঁখি আক্তার নামের এক কলেজ ছাত্রীকে পিটিয়েছে এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত যুবক অনিক রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত অনিক রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মারধরের শিকার বরিশাল ‘ল’ কলেজের ছাত্রী আঁখি আক্তার গ্রেফতারকৃত অনিক রহমানের সাবেক প্রেমিকা ও নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা আনিস চৌধুরীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর কালীবাড়ি রোডের সামনে বসে এক যুবক এক যুবতীকে বেধড়ক মারধর করে।

একপর্যায়ে ওই যুবতী সড়কের ওপরে পরে যাওয়ার পর যুবক মেয়েটিকে এলোপাতারিভাবে লাথি দিতে থাকে। বিষয়টি প্রত্যক্ষ করে যুবতীকে উদ্ধার করতে ছুটে যান বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নাসিমুল হকসহ স্থানীয়রা। এসময় ওই যুবতীকে উদ্ধার করতে গিয়ে তারাও অনিকের হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী যুবক অনিক রহমানকে গ্রেফতার করে। সূত্রমতে, গ্রেফতারের খবর পেয়ে অনিকের চাচা ডাঃ এমআর চৌধুরী থানায় ছুটে এসে গ্রেফতারকৃতকে ছাড়িয়ে নেয়ার জন্য নানা তদ্বির করে ব্যর্থ হন।

কোতোয়ালী মডেল থানা ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান হামলার শিকার কলেজ ছাত্রী আঁখি বেগমের বরাত দিয়ে জানান, ৭/৮ বছর ধরে আঁখির সাথে অনিকের প্রেমের সম্পর্ক চলে আসছে। বৃহস্পতিবার রাতে অনিক রহমানের সাথে কালীবাড়ি রোডের মুখে বসে অন্য একটি মেয়ের অন্তরঙ্গ মুহুর্ত দেখে ক্ষোভে আঁখি আক্তার তাদের কাছে গিয়ে অনিক রহমানের কাছে বিষয়টি জিজ্ঞাসা করেন। এতে অনিক রহমান ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে আঁখিকে মারধর করেন। হামলার ঘটনায় কলেজ ছাত্রী আঁখি আক্তার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

বরিশালে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ


দুই বাস মালিক সমিতির দ্বন্ধে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ১৫টি রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ঈদে কর্মস্থলমুখী যাত্রীরা।

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দরা জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর ঈদ উপলক্ষে গত ১৩ জুন বরিশাল থেকে ঝালকাঠি রুটে সরাসরি বাস চলাচল শুরু করা হয়। এরইমধ্যে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা বরিশালের বাস চলাচলে বাঁধা দিয়ে ঝালকাঠির রায়াপুরা নামকস্থানে বরিশালের বাসগুলো আটকে দেয়। এমনকি বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও স্টাফদের মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবীতে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস মালিক ও শ্রমিকরা দক্ষিণাঞ্চলের ১৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

একই দাবিতে শুক্রবার সকালে রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। সূত্রমতে, বিষয়টি সমাধানের জন্য শুক্রবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের অফিসে জরুরি সভার আয়োজন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল