০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বুড়িমারীতে সিলিকোসিসে আক্রান্ত আরো এক শ্রমিকের মৃত্যু

-

লালমনিরহাটের পাটগ্রামে সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে আরো এক পাথরভাঙা শ্রমিকের মৃত্যু হয়েছে। আমিনুর রহমান (৩২) নামে ওই শ্রমিক সোমবার ভোরে মারা যান। মৃত আমিনুর বুড়িমারী ইউনিয়নের নামাজিটারী এলাকার কাচু মিয়ার ছেলে। এ নিয়ে বুড়িমারীতে এ পর্যন্ত সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে ৬২ জন শ্রমিকের মৃত্যু হলো।
জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরে পাথরভাঙা শ্রমিক হিসেবে কাজ করতেন আমিনুর। প্রায় এক বছর আগে তার শ্বাসকষ্ট দেখা দিলে রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন। মেডিক্যাল টেস্টে তার সিলিকোসিস রোগ ধরা পড়ে। দীর্ঘ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন। এর মধ্যে আবারো অসুস্থ হয়ে পড়লে সোমবার ভোরে তিনি মারা যান। এর আগে এ রোগে আক্রান্ত হয়ে গত ১৫ ফেব্রুয়ারি মমিনুর নামে একজনের মৃত্যু হয়। তিনি বুড়িমারী স্থলবন্দর পাথরভাঙা শ্রমিক সুরক্ষা কমিটির সভাপতি ছিলেন। বুড়িমারীতে এ পর্যন্ত সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে ৬২ জন শ্রমিকের মৃত্যু হলো।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অরুপ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুড়িমারীতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। এমনকি তাদের কর্মপরিবেশও নেই। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে কারখানাগুলো স্বাস্থ্যসম্মত করতে হবে।

 


আরো সংবাদ



premium cement