১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


ইন্দোনেশিয়ায় প্রচণ্ড ভূমিকম্প, নিহত ৮২

প্রচণ্ড ভূমিকম্পে, নিহত ৮২ - ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৮২ জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। শত শত মানুষ ভূমিকম্পে আহত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে হাজার হাজার ইমারত ভেঙে পড়েছে এবং বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ যোগাযোগ।

ভিডিওতে দেখা যায়, রোববার রাতে ভূ কম্পন শুরু হলে পার্শ্ববর্তী দ্বীপের লোকজন আতঙ্কে বাড়িঘর থেকে বেরিয়ে ছুটোছুটি করছে।

পর্যটকদের কাছে জনপ্রিয় লম্বক দ্বীপে এক সপ্তাহ আগের আরেকটি ভূমিকম্পে ১৬ জন নিহত হন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, সর্বশেষ ভূ-কম্পনটির কেন্দ্র ছিল ভূ-গর্ভের ১০ কিলোমিটার গভীরে । ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা তুলে নেয়া হয়।

পরে লম্বক এবং বালির রাস্তায় রাস্তায় ভেঙে পড়া বাড়ি ঘরের ধ্বংসাবশেষ পরিস্কার করতে সাধারণ মানুষকে কাজে নামতে দেখা যায়।

নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে যাওয়া সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কে. শানমুগাম ভূমিকম্পের সময় লম্বকে ছিলেন।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, যেভাবে তার হোটেল কাঁপছিল, তার দাঁড়িয়ে থাকাটা রীতিমত অসম্ভব মনে হয়েছিল।
অল্প কিছু ক্ষয়ক্ষতি হলেও বালি এবং লম্বক দুই দ্বীপের বিমানবন্দরেই বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে কারণ এটি পৃথিবীর রিং অব ফায়ারের ওপর অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলটিতে ঘন ঘন ভূকম্পন এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যায়।

সমুদ্রপৃষ্ঠের ওপরে বিশ্বের অর্ধেকের বেশি সক্রিয় আগ্নেয়গিরিগুলো এই রিং-এ রয়েছে।

 

আরো পড়ুন :

চার বছরে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলে ২০টির বেশি ভূমিকম্প
হামিম উল কবির
বাংলাদেশের অভ্যন্তরে, ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য ও বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে গত চার বছরে ২০টির অধিক ভূমিকম্প আঘাত করেছে। এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরেই গত এক বছরে চারটি ভূমিকম্প আঘাত হানে। এগুলো অবস্থানগত কারণে যেমন বাংলাদেশের খুব কাছে এবং শক্তির দিক থেকে কোনো কোনোটি ‘শক্তিশালী’ ক্যাটাগরির। বাংলাদেশের অভ্যন্তরে যেসব ভূমিকম্প আঘাত করেছে এগুলো খুব বেশি শক্তিশালী না হলেও মোটেও স্বস্তিদায়ক নয়। ভূমিকম্প বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমদ আনসারী বলেছেন, দুর্বল ভূমিকম্পের স্থানেই এক সময় বড় ভূমিকম্প হয়ে থাকে। ভূমিকম্প নিয়ে আমরা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে থাকি। কিন্তু একই সাথে বড় ভূমিকম্প হলেও যেন ক্ষতি থেকে মুক্তি পেতে পারেন আমরা সে ধরনের ব্যবস্থা নেয়ারও পরামর্শ দিয়ে থাকি। বাংলাদেশে এক শ’ বছর আগে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। সাধারণত এক শ’ বছর অথবা এর কিছু কম অথবা বেশি সময়ের মধ্যে বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে। বাংলাদেশের অভ্যন্তরে অথবা এর আশপাশের অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সময় ঘনিয়ে এসেছে। ভবিষ্যতের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আমরা জনসাধারণ এবং একই সাথে কর্তৃপক্ষের কাছে আহবান জানাই। এ জাতীয় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে বিশেষ করে পাকাবাড়ি বানালে বিল্ডিং কোড যথাযথ অনুসরণ করতে হবে। 
গত বছর এপ্রিল ও মে মাসে নেপালে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্প ও গত সোমবার ভোরে (৪ জানুয়ারি) মনিপুরের ইম্ফলে সংঘটিত ৬.৭ মাত্রার ভূমিকম্পটি বাদ দিলে গত চার বছর আগে সিকিমে ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল একটি। এ ছাড়া প্রতিবেশী ভারতীয় রাজ্য ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম এবং মিয়ানমারে মিজোরামে সংঘটিত ভূমিকম্পগুলোর সবই ৫.৭ মাত্রার চেয়ে কম ছিল। 
এর মধ্যে সিকিমে একটি, আসামে ছয়টি, মেঘালয়ে একটি, পশ্চিম বাংলায় তিনটি, মিজোরামে দু’টি এবং মিয়ানমারে ভূমিকম্প হয়। 

বাংলাদেশে ২০১৫ সালের ৯ জানুয়ারি ভৈরবে ৩.৮ মাত্রার একটি, ১৫ জানুয়ারিতে রাঙ্গামাটিতে ৪.২ মাত্রার একটি, ১৭ এপ্রিল রংপুরের চিলমারীতে ৪.২ মাত্রার একটি এবং খুলনার শরণখোলায় ৪.২ মাত্রায় একটি ভূমিকম্প হয়। এ ছাড়া ঢাকার দোহারে চার বছর আগে ৪.৫ মাত্রার একটি এবং সিলেটে তিন বছর আগে ৪.২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। অতীতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ১৯১৮ সালে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল সাব-ডাউকী হিসেবে পরিচিত। ঢাকা থেকে এ ভূমিকম্পটি ৮’র অধিক প্রাবল্যে অনুভূত হয়। ঢাকা থেকে এর দূরত্ব ছিল ১৫০ কিলোমিটার। ১৮৮৫ সালে বগুড়ায় ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। ঢাকা থেকে এর দূরত্ব মাত্র ১৭০ কিলোমিটার। ১৯৩০ সালে ধুবরীতে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

এর বাইরে নিকট অতীতে ১৯৯৭ সালে সিলেটের জৈন্তাপুরে ৫.৬ মাত্রার একটি, একই বছর বাংলাদেশ-মিয়ানমার ৫.৭ মাত্রার একটি, মহেশখালীতে ১৯৯৯ সালে ৪.৪ মাত্রার একটি, ২০০৩ সালে রাঙ্গামাটিতে ৫.৫ মাত্রার একটি, ২০০৮ সালে ময়মনসিংহে ৪.৮ মাত্রার একটি ভূমিকম্প হওয়ার রেকর্ড রয়েছে। 
বিশেষজ্ঞরা বলছেন, এসব অঞ্চলে আবারো যেকোনো সময়ে ভূমিকম্প হতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।


আরো সংবাদ



premium cement