২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

উদার বিশ্ব অর্থনীতি গড়ে তোলার আহ্বান চীনা প্রেসিডেন্টের

উদার বিশ্ব অর্থনীতি গড়ে তোলার আহ্বান চীনা প্রেসিডেন্টের - সংগৃহীত

চীন ও রাশিয়ার নেতৃত্ব গড়ে ওঠা আঞ্চলিক নিরাপত্তা জোট এসসিও সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আমরা স্বার্থপর, অদূরদর্শী, সংকীর্ণ নীতিমালা প্রত্যাখ্যান করছি। আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুসরণ ও একটি বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন করব। আমি একটি উদার বিশ্ব অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

চীনের কিংগাদোতে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে শি জিনপিং আরো বলেন, স্বার্থপর, অদূরদর্শী বাণিজ্য নীতিমালা প্রত্যাখ্যান করুন। একটি উদার বৈশ্বিক অর্থনীতি গড়ে তুলুন। আমাদের অবশ্যই শীতল যুদ্ধের চিন্তাধারা ও জোটগুলোর মধ্যে সংঘর্ষ বাদ দিতে হবে। আমরা অন্যান্য দেশের নিরাপত্তার বিনিময়ে কোনো একটি দেশের সর্বাত্মক নিরাপত্তা অর্জনের বিরোধিতা করছি। এসসিও দেশগুলোর গঠিত একটি কাঠামোর অধীনে চীন ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব করতে পারে।

চীন, রাশিয়া ও মধ্য এশিয়ার নিরাপত্তাকে কেন্দ্র করে ২০০১ সালে এসসিও প্রতিষ্ঠা করা হয়। গত বছর নতুন সদস্য হিসেবে ভারত ও পাকিস্তান এসসিওতে যোগ দেয়। এছাড়া ইরানও যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তেহরান এ মুহূর্তে জোটটির পর্ণূ সদস্য নয়, বরং পর্যবেক্ষক হিসেবে রয়েছে। জোটটিতে মধ্য এশিয়ার আরো চারটি দেশ কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের বাণিজ্য বিরোধ চলছে বিশ্বের ২য় বৃহৎ অর্থনীতি চীনের। বিশ্বের ধনী দেশগুলোর জোট জি৭-এর সম্মেলন চলাকালেই চীনের নেতৃত্বে জোট বেঁধেছে মধ্য এশিয়াসহ বেশকিছু দেশ। দেশগুলোর জোট এসসিওর সম্মেলনেই নতুন করে আবার মার্কিন বিরোধিতা প্রকাশ পেল শি জিনপিংয়ের বক্তব্যে।


আরো সংবাদ



premium cement
মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার

সকল