০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


কেরানীগঞ্জে হচ্ছে আধুনিক বিনোদন পার্ক

-

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তৈরি করতে যাচ্ছে অত্যাধুনিক বিনোদন পার্ক। এ পার্কের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুপুত্র শেখ রাসেলের নামে ‘শেখ রাসেল ওয়াটার বেইজড বিনোদন পার্ক’। পার্কের জন্য প্রায় ২১ একর জমি চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় পৌনে ১১ একর সরকারি খাস জমি। বাকি জমি সাধারণের কাছ থেকে অধিগ্রহণ করতে হবে। এরই মধ্যে প্রকল্পপত্র চূড়ান্ত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুরসংলগ্ন বছিলা ব্রিজ পার হয়ে কিছু দূর এগোলেই ঘাটারচর এলাকা। সেখানেই ২০ দশমিক ৭০ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ১০ দশমিক ৭২ একর খাস জমি। বাকিটা আশপাশ থেকে অধিগ্রহণ করা হবে। এ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি ৮২ লাখ ২৪ হাজার টাকা। ২০২২ সালের মধ্যে কাজ শেষ হবে।
এই প্রকল্পে বিনোদন পার্ককে আকর্ষণীয় করার জন্য থাকবে এম্পিথিয়েটার, কমিউনিটি সেন্টার, অফিস ভবন, ওয়াচ টাওয়ার, ব্যায়ামাগার, আধুনিক রিসোর্ট, রেস্টুরেন্ট, বোট স্টেশন, কনভেনশন সেন্টার প্রভৃতি। এ ছাড়া থাকবে জলাশয়ভিত্তিক নানা বিনোদনের ব্যবস্থা। জলাশয়ে থাকবে সাঁতার কাটা, নৌকা ভ্রমণসহ জলাশয়কেন্দ্রিক নানা ধরনের বিনোদনের সুবিধা। সাধারণ মানুষের বনভোজন বা পারিবারিক অনুষ্ঠানের জন্যও এটি ভাড়া দেয়া হবে।
রাজউক মনে করে, ঢাকা শহরের জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বিনোদনের সুযোগ-সুবিধা খুবই অপ্রতুল। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবাসস্থল, খেলার মাঠ, পার্কের পরিমাণ কমে যাচ্ছে। সেই চাহিদা পূরণের লক্ষ্যে কেরানীগঞ্জের ঘাটারচর মৌজায় শেখ রাসেল ওয়াটার বেইজড বিনোদন পার্ক প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মূল উদ্দেশ্য, বাসযোগ্য ভূমির পাশাপাশি স্বয়ংসম্পূর্ণ বিনোদন অঞ্চল গড়ে তোলা। আগামী জুলাই থেকে ২০২২ সালের জুন মাস সময়কে প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী ব্রাজিলে ভয়াবহ বন্যা, নিরাপদ স্থানে সরানো হয়েছে ৭০ হাজার লোক ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে সুন্দরবনে আগুন : নেভানোর চেষ্টা চলছে, তবে সময় লাগবে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত, আহত হেলপার বরিশালে নথুল্লাবাদ টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা

সকল