২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সরকার পতনের বিক্ষোভে উত্তাল আলজেরিয়া

সরকার পতনের বিক্ষোভে উত্তাল আলজেরিয়া - সংগৃহীত

সরকার পতনের দাবিতে আবার বিক্ষোভে উত্তাল আলজেরিয়া। প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকাকে অযোগ্য ঘোষণা করে, ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিতে টানা চতুর্থ সপ্তাহের মতো রাজধানী আলজিয়ার্সসহ কয়েকটি শহরে বিক্ষোভে জড়ো হয় লাখো মানুষ। বুতেফ্লিকা পদ না ছাড়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এ অবস্থায় ক্ষমতাসীন প্রেসিডেন্টের রাজনৈতিক কর্মীরাও তার দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

শুক্রবার জুমার নামাজের পর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বুতেফ্লিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভে ফেটে পড়ে পুরো শহর। রাজপথ ছাড়িয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতেও। ক্ষমতাসীন প্রেসিডেন্ট বুতেফ্লিকার পতনের দাবি জানিয়ে সেøাগান দেন তারা।
বিক্ষোভকারীদের একজন বলেন, ‘প্রেসিডেন্ট বুতেফ্লিকা অবসরে যাও। আমাদের দরজা তোমার জন্য অনেক আগেই বন্ধ হয়ে গেছে।’
আরেক বিক্ষোভকারী বলেন, ‘এই সরকার আমাদের দেশকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এই সরকারের শাসন আমাদের জাতীয়তাকে হত্যা করছে। দেশ থেকে অনেক সম্পদ পাচার হয়ে যাচ্ছে। তাকে ক্ষমতা ছাড়তেই হবে।’

শুধু রাজধানীতেই নয়, সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে ওরান, বান্তা, তিজিসহ অন্য শহরগুলোতেও।

সূত্র : বিবিসি ও রয়টার্স

বুতাফ্লিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ক্ষমতাসীন দল
রয়টার্স

প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতাফ্লিকার ব্যাপারে অনেকটা ইউটার্ন নিয়েছে আলজেরিয়ার ক্ষমতাসীন দল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা এফএলএন। কিছু দিন আগেও পঞ্চম মেয়াদে তার প্রতিদ্বন্দ্বিতার বিষয় চূড়ান্ত ছিল। কিন্তু দেশটিতে ব্যাপক বিক্ষোভের ফলে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন বুতাফ্লিকা। মারাত্মক অসুস্থ এই নেতা আগামী নির্বাচনে অংশ নেবেন না। 

ক্ষমতাসীন এফএলএনের একজন সিনিয়র নেতা হুসাইন খালদুন বৃহস্পতিবার আননাহার টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেছেন, দীর্ঘ নেতৃত্ব দেয়া আবদুল আজিজ বুতাফ্লিকা এখন ‘ইতিহাস’।

সুইজারল্যান্ডে চিকিৎসা থেকে ফিরে আসার পর বুতাফ্লিকা সাম্প্রতিক দিনগুলোতে দ্রুততার সাতে মিত্রদের হারান। খালদুনের মন্তব্য হলো, বুতাফ্লিকার আরেকটি বড় বিপত্তি ছিল, কয়েক দশক ধরে প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন অভিজাতদের রাজনৈতিক আধিপত্যকে পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে আলজেরীয়দের শান্ত করার আশা করেছিলেন।

ক্ষমতাসীন দলের সাবেক মুখপাত্র খালদুন যিনি প্রকাশ্যে বুতাফ্লিকা থেকে সরে আসা একজন সিনিয়র এফএলএন কর্মকর্তা, তিনি বলেন, দলকে এখন বুতাফ্লিকার বিরুদ্ধে বিক্ষোভকারীদের লক্ষ্যকে সমর্থন করতে হচ্ছে। পার্লামেন্ট ও স্থানীয় সিটি কাউন্সিলে এফএলএন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। হাজার হাজার আলজেরীয় কয়েক সপ্তাহের জন্য বিক্ষোভ করে যা তরুণদের আকৃষ্ট করে। তারা সামাজিক স্বাধীনতা ও সমৃদ্ধির দাবি জানায়।

৮২ বছর বয়সের বুতাফ্লিকা ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর জনসম্মুখে খুব কমই এসেছেন। বিক্ষোভকারীরা বলছেন, বুতাফ্লিকা শারীরিকভাবে আর শাসন করার উপযুক্ত অবস্থায় নেই। বুতাফ্লিকার এক সাবেক মন্ত্রী রয়টার্সকে বলেন, ‘প্রেসিডেন্ট তার বিরুদ্ধে সামাজিক চাপ সৃষ্টি করতে পারেন না। খেলা শেষ হয়ে গেছে। বুতাফ্লিকার পদত্যাগ করা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই।’


আরো সংবাদ



premium cement
দেশের জন্য কাজ করতে আ’লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার

সকল