০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ডেন্টাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের অভিষেক সম্পন্ন

-

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সরকার দেশের নাগরিকদের সাধারণ চিকিৎসার পাশাপাশি দন্ত চিকিৎসাসেবা নিশ্চিতে বদ্ধপরিকর। এ জন্য উপজেলা পর্যায়ে ডেন্টাল চেয়ার সৃষ্টি করা হয়েছে। সেখানে ডেন্টাল সার্জনদের পদায়ন হচ্ছে। এতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক মানসম্মত চিকিৎসাসেবা পাচ্ছেন। সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর একটি রেস্টুরেন্টে ‘ডেন্টাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন চট্টগ্রাম’ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, একজন দক্ষ চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অবদান আছে। কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক চিকিৎসক ডিগ্রি অর্জন শেষে বিদেশে পাড়ি জমান। এটা অনৈতিক। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দেশের জনগণের চিকিৎসায় অবদান রাখা উচিত। চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগকে তরান্বিত করাসহ ডেন্টাল সার্জনদের বিভিন্ন দাবির প্রতি সম্মান দেখিয়ে তিনি তা বাস্তবায়নে সচেষ্ট থাকার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা: হুমায়ুন কবির বুলবুল বলেন, একটা সময় অনেকেই নামের পাশে ডাক্তার লিখতেন। এখন সেটা প্রায় বন্ধ হয়েছে। সরকারের আন্তরিকতায় এই পেশা নিয়ে কেউ প্রতারণা করতে পারবে না। ফাউন্ডেশনের সভাপতি ডা: শাহিকুল জাব্বারের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা: সরওয়ার কামালের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিটের সাবেক প্রধান অধ্যাপক ডা: আকরাম পারভেজ চৌধুরী, অধ্যাপক ডা: সৈয়দ মোরশেদ মাওলা, এম সাইফুল ইসলাম, ক্যাপ্টেন শফিকুল ইসলাম ভূঁইয়া, ডা: মোহাম্মদ আলী হোসেন, ডা: কামরুল হাসান, ডা: আবু সাঈদ ইবনে হারুন প্রমুখ।

 

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল