৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


সিআইইউতে থিসিস প্রেজেন্টেশন

-

একজন গবেষকের অনুসন্ধানী চোখ নাকি বাই ফোকাল মাইন্ডের মতো। চশমার কাচের নিচের স্তর দিয়ে দূরের তথ্যের জ্ঞানভাণ্ডারে সহজে ঢুকে পড়া যায়। গবেষণা মানেই নতুন কিছু। আয়োজনটি ছিল ক্লাস-কার্যক্রমের অংশ; কিন্তু কে জানত, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ইংরেজি বিভাগের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং শাখার এমএ শিক্ষার্থীদের থিসিস উপস্থাপন অনুষ্ঠানটি হাজির করবে ভবিষ্যৎ গবেষকদের!
সম্প্রতি নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে চারজন শিক্ষার্থী তাদের গবেষণাকৃত থিসিস পেপার তুলে ধরেন। তারা হলেনÑ এ কে এম নাসিম উদ্দিন, মো: মাহফুজুর রহমান খান, মো: নজরুল ইসলাম ও জুবাইদা রিজভী। তাদের সুপারভাইজার হিসেবে ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো: রুকন উদ্দিন।
অনুষ্ঠানে স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, এক দিকে যোগাযোগ দক্ষতা, অন্য দিকে বিশ্লেষণী মনোভাব। এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে অজানা তথ্য তুলে ধরতে হবে সবার কাছে। ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স বলেন, থিসিস পেপার উপস্থাপনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মদক্ষতা ও তাদের জ্ঞানের পরিসর যাচাই করার সুযোগ পেয়ে থাকি।
প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ইএলটি শাখার মোট তিনটি ব্যাচ অধ্যয়ন করেছে বলে জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ অধ্যাপক রিফাত তাসনীম, মো: সাইফুর রহমান, লেকচারার শাকিলা মোস্তাক, মো: রিফাত আহমেদ, নাসিহ উল ওয়াদুদ আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement