০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


বিলসের সাথে সাদার্ন ইউনিভার্সিটির সমঝোতা স্মারকে স্বার

-

পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও শিার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার ল্েয বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সাথে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বার করেছে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। গত সোমবার ইউনিভার্সিটির সম্মেলন কে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বার করেন সাদার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক এবং বিলস, চট্টগ্রাম সেন্টার কো-অর্ডিনেটর কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো: নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, প্রোভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান, বিলস্ লেবার রিসোর্স অ্যান্ড সাপোর্ট সেন্টারের লিগ্যাল প্যারা কো-অর্ডিনেটর রিজওয়ান রহমান ও বিলস চট্টগ্রাম সেন্টার পরিচালনা কমিটির সদস্য তপন দত্ত। সাদার্ন ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার ও বিলস লেবার রিসোর্স অ্যান্ড সাপোর্ট সেন্টার যৌথভাবে এ চুক্তি স্বার অনুষ্ঠানের আয়োজন করে। এমওইউ স্বারের ফলে সাদার্ন ইউনিভার্সিটির শিার্থীরা বিলসে ইন্টার্নশিপ করতে পারবে। পাশাপাশি এ প্রতিষ্ঠানে চাকরির েেত্র অগ্রাধিকার পাবে। এ ছাড়াও শিার্থীরা শ্রম আইন সম্পর্কে সঠিক ধারণা, সমতাভিত্তিক টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ, বৈষম্যহীন সমাজগঠনে বিলসের (বিআইএলএস) ভিশন ও মিশনসহ মূল কার্যক্রম সম্পর্কে ধারণা ও গবেষণা করার সুযোগ পাবে। এ সম্পর্কে ভিসি প্রফেসর ড. মো: নুরুল মোস্তফা বলেন, এমওইউ স্বারের মধ্যে দিয়ে সাদার্ন ইউনিভার্সিটি আরো এক ধাপ এগিয়ে গেল। নিজেকে তুলে ধরার নতুন ত্রে সৃষ্টি হলো সাদার্ন শিার্থীদের জন্য।


আরো সংবাদ



premium cement