০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


আগামী জাতীয় নির্বাচনে আ’লীগকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : চসিক মেয়র

-

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দারিদ্র্যের হার আগামী পাঁচ বছরে শূন্যের কোঠায় নেমে আসবে। এ লক্ষ্যে তিনি আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গত সোমবার বিকেলে মুসলিম ইনস্টিটিউট হলে বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ চট্টগ্রাম জেলা আয়োজিত নতুন কমিটির পরিচিতি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী বাস্তুহারা লীগ সভাপতি আবদুল নবী লেদুর সভাপতিত্বে সভায় আওয়ামী বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, আওয়ামী বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসেন প্রধান, মুক্তিযোদ্ধা মো: ইসহাক, এস এম বাবুল আকতার, শারমিন ওবায়েদ লিপি, মো: হারুন রশিদ, মো: ফারুক, বেলাল আহমেদ, মোরশেদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন ডা: সৈয়দ মো: মোজাম্মেল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, দারিদ্র্যের হার কমাতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। একটি বাড়ি একটি খামার ও গুচ্ছ গ্রাম প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রতিটি মানুষের আবাসনের নিশ্চয়তায় কাজ করে যাচ্ছে। গরিব মেধাবী কোটা চালুর মাধ্যমে নি¤œবিত্তের মেধাবী সন্তানের উচ্চশিক্ষা নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে দেশে দারিদ্র্যের হার মাত্র ২২ শতাংশ। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দারিদ্র্যের হার আগামী পাঁচ বছরে শূন্যের কোঠায় নেমে আসবে।


আরো সংবাদ



premium cement
তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা ফিলিস্তিন সঙ্কট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম উম্মাহ : পররাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ কোভিড ভ্যাকসিনে মস্তিষ্কে ক্ষতি, মামলা জয়ে এগিয়ে ভুক্তভোগী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার : যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রাজধানীতে শিবিরের বিক্ষোভ রাফাহ আক্রমণের ক্ষয়ক্ষতি হবে ‘গ্রহণযোগ্যতার বাইরে’ : এন্টনি ব্লিঙ্কেন ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় ১৫ জনের প্রাণহানি ব্রাজিলে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক পুরোপুরি দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা : জাতিসঙ্ঘ দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে

সকল