৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


কানাডার নির্বাচনে চীনা হস্তক্ষেপ নিশ্চিত

কানাডার নির্বাচনে চীনা হস্তক্ষেপ নিশ্চিত - ফাইল ছবি

কানাডার নির্বাচনে চীনা হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ভারতের বিরুদ্ধে আনা একই অভিযোগ প্রমাণ করা যায়নি বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।

কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস) জানিয়েছিল যে ভারত ও পাকিস্তান সরকার ২০১৯ ও ২০২১ সালে অনুষ্ঠিত কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল। ওই দুই নির্বাচনে জাস্টিন ট্রুডোর সরকার জয়ী হয়েছিল।

তবে ২০২১ সালের নির্বাচনের নজরদারির দায়িত্বে থাকা কানাডার কর্মকর্তারা এসব দাবি নাকচ করে দিয়েছেন। তারা ভারতের হস্তক্ষেপের প্রমাণ না পাওয়ার দাবি করেছেন।

তবে চীনা হস্তক্ষেপের প্রমাণ নিশ্চিত বলে বলা হয়েছে।

উল্লেখ্য, কানাডায় বসবাসরত ১৭ লাখ লোক দেশটির মোট জনসংখ্যার প্রায় ৫ ভাগ। ফলে দেশটির বৈচিত্র্যপূর্ণ সম্প্রদায়ের মধ্যে বিদেশী হস্তক্ষেপের সুযোগ থাকে।

সূত্র : ইন্ডিয়াব্লুমস


আরো সংবাদ



premium cement