৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের লৌহ দৃঢ় সমর্থনের ঘোষণা বাইডেনের

প্রেসিডেন্ট জো বাইডেন - ছবি : সংগৃহীত

ইসরাইলে ইরানের হামলার প্রেক্ষাপটে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্রী অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা টিম তাকে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করছে এবং তিনি তাদের সাথে আজ বিকেলে হোয়াইট হাউসে বৈঠক করবেন। তার নিরাপত্তা টিমটি ইসরাইলি কর্মকর্তাদের সাথে অব্যাহতভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং তারা যুক্তরাষ্ট্রের সহযোগী ও মিত্র দেশগুলোর সাথেও যোগাযোগ করছেন। প্রেসিডেন্ট বাইডেন এ ব্যাপারে স্পষ্ট করেই বলেছেন, ইসরাইলের প্রতি আমাদের সমর্থন লৌহ দৃঢ়। যুক্তরাষ্ট্র ইসরাইলের জনগণের পাশে দাঁড়াবে এবং ইরানের এই হুমকির বিরুদ্ধে তাদের প্রতিরক্ষাকে সমর্থন করবে।

এর আগে ইরানের ড্রোন হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, ইরান কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করেছে। কর্মকর্তাটি এই আক্রমণ সম্পর্কে প্রকাশ্যে কিছু আলোচনা করেননি এবং নাম প্রকাশ না করার শর্তে দ্য এসোসিয়েটডে প্রেসের সাথে কথা বলেন।

শনিবার দিনে আরো আগের দিকে ইসরাইলি সামরিক বাহিনী জানায় যে সাবধানতা অবলম্বন করে তারা স্কুল বন্ধ করে দিচ্ছে এবং ১,০০০ লোকের বেশি জনসমাবেশ নিষিদ্ধ করেছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement