৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


যুক্তরাষ্ট্রে স্মার্টফোন ছাড়াই স্বস্তিবোধ করে বেশিভাগ কিশোর-কিশোরী

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন ছাড়াই স্বস্তিবোধ করে বেশিভাগ কিশোর-কিশোরী - সংগৃহীত

পিউ রিসার্চ সেন্টারের নতুন গবেষণা অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় তিন-চতুর্থাংশ কিশোর-কিশোরী বলেছে যে তারা তাদের কাছে স্মার্টফোন ছাড়াই শান্তি বা সুখী বোধ করে।

সোমবার প্রকাশিত একটি সমীক্ষায় পিউ আরো জানিয়েছে, ফোন-মুক্ত হওয়ার সাথে ইতিবাচক সম্পর্ক থাকা সত্ত্বেও বেশিভাগ কিশোর-কিশোরীরা তাদের ফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমাবদ্ধ করেনি।

ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও বেশিভাগ কিশোররা বলে যে স্মার্টফোনগুলো সৃজনশীল হওয়া সহজ করে তোলে। ৪৫ শতাংশ বলছে, এটি তাদের স্কুলে ভালো করতে সাহায্য করে। বেশিভাগ কিশোর-কিশোরী বলেছে যে স্মার্টফোন থাকার সুবিধাগুলো তাদের বয়সের লোকেদের জন্য ক্ষতি বেশি।

২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ জরিপ চালানো হয়।

প্রায় অর্ধেক অভিভাবক (৪৭ শতাংশ) বলেছেন, তারা তাদের কিশোর-কিশোরীদের ফোনে কতটা সময় থাকতে পারে তা সীমিত করেছে। তবে ৪৮ শতাংশ অভিভাবক এটি করে না।

৪২ শতাংশ কিশোর-কিশোরী বলে যে স্মার্টফোনগুলো ভালা সামাজিক দক্ষতা শেখা কঠিন করে তোলে। তবে ৩০ শতাংশ বলে যে এটি সহজ করে তোলে।

প্রায় অর্ধেক অভিভাবক বলেছেন, তারা তাদের ফোনে খুব বেশি সময় ব্যয় করেন।
সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement