২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাশিয়া-চীন নিয়ে উদ্বেগের মধ্যে ডেমোক্রেসি সামিটের পরিধি বাড়ালেন বাইডেন

রাশিয়া-চীন নিয়ে উদ্বেগের মধ্যে ডেমোক্রেসি সামিটের পরিধি বাড়ালেন বাইডেন - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র দ্বিতীয় গণতন্ত্র শীর্ষ সম্মেলন (সামিট ফর ডেমোক্রেসি) শুরু করছে মঙ্গলবার। এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে এবং চীন কূটনৈতিক চাল শুরু করছে। এই সম্মেলনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদের বিপক্ষে বিশ্বের অন্য অংশকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট সৃষ্টি করতে দৃঢ়ভাবে মনোনিবেশ করবে।

প্রেসিডেন্ট জো বাইডেন গণতন্ত্রকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়ে কার্যভার গ্রহণ করেছিলেন। তার দায়িত্বের প্রথম বছরেই তিনি প্রথম গণতন্ত্র শীর্ষ সম্মেলনের আয়োজন করেন। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের দৃঢ় নেতৃত্বকে পুনরায় নিশ্চিত করার চেষ্টা করেন।

প্রথম শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ওপর খুব বেশি মনোনিবেশ করা হয়েছিল; এমন আলোচনার প্রেক্ষিতে এবার বাইডেন প্রতিটি মহাদেশ থেকে সহ-আয়োজক নির্বাচন করেন। সহ-আয়োজকদের মধ্যে রয়েছেন জাম্বিয়া, কোস্টারিকা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।

তিন দিনের এ আয়োজনে বাইডেন সর্বমোট ১২১ জনকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিতদের বেশিরভাগই ভার্চুয়াল পদ্ধতিতে অংশ নেবেন। ২০২১ সালের তুলনায় এবার আটটি বেশি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভলোদিমির জেলেন্সকিকে কেন্দ্রবিন্দুতে রেখে, ইউক্রেনের শান্তির বিষয়ে একটি ভার্চুয়াল আলোচনার মাধ্যমে মঙ্গলবার শীর্ষ সম্মেলনটি শুরু হবে। শুধুমাত্র বার্তাই নয়, আয়োজনেও প্রথম শীর্ষ সম্মেলনের চেয়ে নজরকাড়া ফারাক থাকবে। জেলেন্সকি প্রথম শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্ত্রি করা কালো স্যুট পরে। এবার থাকবেন যুদ্ধকালীন নেতা হিসেবে সামরিক পোষাক পরিহিত অবস্থায়।

বাইডেন প্রতিশ্রতি দিয়েছিলেন যে গণতন্ত্র শীর্ষ সম্মেলনে স্বৈরতান্ত্রিক নেতাদের আমন্ত্রণ জানাবেন না। গত সম্মেলনে তার প্রতিশ্রুতি শিথিল করে তিনি কিছু মানবাধিকার কর্মীকে হতাশ করেছিলেন।

যুক্তরাষ্ট্র আফ্রিকার ওপর যখন মনোনিবেশ করছে, তখন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠি হচ্ছে। চীন এবং রাশিয়া উভয়ই আফ্রিকায় তাদের অবস্থান সৃষ্টি করছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল