১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


করোনা আক্রান্তদের গুয়ান্তানামো বে পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প!

ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে সংক্রমিত মার্কিন নাগরিকদের গুয়ান্তানামো বে দ্বীপে পাঠাতে চেয়েছিলেন। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে কর্মরত দুই সাংবাদিকের লেখা সম্প্রতি প্রকাশিত এক বইয়ে এমন তথ্যই দেয়া হয়েছে বলে সংবাদমাধ্যম আলজাজিরার সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ইয়াসমিন আবু তালিব ও ডেমিয়ান পালেটার যৌথভাবে লেখা 'নাইটমেয়ার সিনারিও : ইনসাইড দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেসনশ রেসপন্স টু দ্য প্যানডেমিক দ্যাট চেইঞ্জড হিস্টরি' শিরোনামের এই বইতে বলা হয়, গত বছরের ফেব্রুয়ারিতে যখন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ে, তখনই ট্রাম্প এক বৈঠকে হোয়াইট হাউজের স্টাফদের কাছে করোনাভাইরাসে সংক্রমিতদের গুয়ান্তানামো বেতে পাঠানোর বিষয়ে তার ভাবনার কথা জানান।

গুয়ান্তানামো বে কিউবাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন একটি সামরিক ঘাঁটি ও জেলখানা। গুরুতর অপরাধে আটক অভিযুক্তদের এই জেলখানায় বন্দী রাখা হয়।

ওই বইয়ে বলা হয়, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর হোয়াইট হাউজের সম্মেলন কক্ষ সিচুয়েশন রুমে এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের স্টাফদের জিজ্ঞেস করেন, 'আমাদের কি নিজস্ব কোনো দ্বীপ নেই? গুয়ান্তানামো কেমন হয়?'

বইতে বলা হয়, ট্রাম্প ওই বৈঠকে মন্তব্য করেছিলেন, 'আমরা পণ্য আমদানি করি। ভাইরাস আমদানি আমরা করবো না।'

ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপদেষ্টা ও স্বাস্থ্য কর্মকর্তাদের সাক্ষাতকার নিয়ে এই বই লেখা হয়েছে বলে খবরে জানানো হয়।

যুক্তরাষ্ট্রে গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম করোনা সংক্রামণ শনাক্তের পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে এখনো দেশটি বিশ্বের শীর্ষে অবস্থান করছে। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে তিন কোটি ৪৪ লাখ ৪৯ হাজার চার জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ছয় লাখ ১৮ হাজার দুই শ' ৯৪ জনের।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ

সকল