১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


ট্রাম্পের ৩ ভোটের কষ্টে জয় পেতে পারেন বাইডেন

ট্রাম্পের ৩ ভোটের কষ্টে জয় পেতে পারেন বাইডেন - ছবি : এএফপি

হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। ট্রাম্প-বাইডেন দুই জনই ভালোভাবে আছেন হোয়াইট হাউজে যাওয়ার দৌড়ে। যুক্তরাষ্ট্রের মোট ইলেক্টোরাল ভোট ৫৩৮। প্রেসিডেন্ট নির্বাচিত হতে অন্তত ২৭০ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে হবে।

ফক্স নিউজের হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত ডেমোক্র্যাট দলের জো বাইডেন পেয়েছেন ২৩৮ ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ ইলেক্টোরাল ভোট। বাকি আছে ৮৭ ভোট।

এখন জিততে হলে অর্থাৎ ২৭০ ভোট হতে হলে বাইডেনকে পেতে হবে ৩২ ও ট্রাম্পকে ৫৭ ভোট।

ভোট গণনা বাকি আছে ৭ অঙ্গরাজ্যের। এগুলো হলো- নেভাডা (ভোট ৬), আলাস্কা (ভোট ৩), জর্জিয়া (১৬ ভোট), নর্থ ক্যারোলাইনা (১৫ ভোট), পেনসিলভানিয়া (২০ ভোট), মিশিগান (১৬ ভোট) ও উইসকনসিন (১০ ভোট)। অর্থাৎ এখানে মোট ভোট ৮৬।

এই সাত রাজ্যের মধ্যে নেভাডা (৬ ভোট), উইসকনসিন (ভোট ১০) ও মিশিগানে (১৬ ভোট) এগিয়ে রয়েছেন বাইডেন।

অন্যদিকে, ট্রাম্প এগিয়ে রয়েছেন আলাস্কা (ভোট ৩), জর্জিয়ায় (ভোট ১৬), পেনসিলভানিয়া (ভোট ২০) নর্থ ক্যারোলাইনা (ভোট ১৫)।

অর্থাৎ বাইডেন যে তিন রাজ্যে এগিয়ে, সেখানে ভোট ৩২। আর ট্রাম্প এগোনো যে চার রাজ্যে সেখানে ভোট ৫৪। বাইডেন যদি ওই তিন রাজ্যে জিতে তা হলে মোট ভোট হয় ২৭০। আর যদি ট্রাম্প এগোনো তার চার রাজ্যে জিতে, তাহলে তার মোট ভোট হয় ২৬৭। সে হিসেবে বাইডেন ট্রাম্পের চেয়ে তিন ভোট বেশি পেয়ে জয়ী হবেন!

আর যদি মিশিগানে (১৬ ভোট) বাইডেন হারেন, তাহলে ট্রাম্প ১৩ ভোট বেশি পেয়ে জয়ী হবেন।

নানা নাটকীয় মোড় নেয়া এই নির্বাচনে শেষ পর্যন্ত ঘটতে পারে যেকোনো কিছুই। তাই জয়ের আশাও ধরে রেখেছেন দুই প্রার্থীই।


আরো সংবাদ



premium cement
‘পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ট্রাম্প অর্থ দিতে বলেন’ মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ১৪ পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির পর কেমন চলছে সেই প্রতিষ্ঠানগুলো দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের সেনেটরের বিচার প্রক্রিয়া শুরু এনায়েতপুরের রাজার হাতে বাদশাহীর স্বাদ চিলিতে ব্রাজিলের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর স্থগিত নড়াইলে ছুরিবিদ্ধ কিশোরের লাশ উদ্ধার ডলারের মূল্যবৃদ্ধি বাজারে যে ধরনের প্রভাব ফেলছে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে, নতুন রণাঙ্গনের এলাকা বাড়ছে যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী বিক্ষোভে গ্রেফতার ৫০ অধ্যাপক গাজায় গণহত্যায় ইসরাইলকে সমর্থন, মার্কিন মেজরের পদত্যাগ

সকল