২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ডিসপোজেবল ই-সিগারেট নিষিদ্ধ করছে ব্রিটেন

ডিসপোজেবল ই-সিগারেট নিষিদ্ধ করছে ব্রিটেন - ছবি : এপি

অপ্রাপ্তবয়স্কদের ধূমপান থেকে বিরত রাখতে ডিসপোজেবল (একবার ব্যবহারযোগ্য) ই-সিগারেট নিষিদ্ধ করছে ব্রিটেন। আজ সোমবার (২৯ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ পরিকল্পনার বিশদ বিবরণ পেশ করার কথা রয়েছে। মার্কিন গণমাধ্যম এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, ‘আমরা আমাদের শিশু ও কিশোর-কিশোরীদের ধূমপান থেকে বিরত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি যেসব প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণী ধূমপানে অভ্যস্থ হয়ে পড়েছে, আমরা তাদেরকেও ধীরে ধীরে ধূমপানমুক্ত জীবনে ফিরিয়ে আনতে চাই। শিগগিরই এ পদক্ষেপ নেয়া হবে।’

উল্লেখ্য, বর্তমানে ব্রিটেনে ১৮ বছরের কম বয়সী শিশুদের কাছে ই-সিগারেট বিক্রি করা আইনগতভাবে নিষেধ। তবুও অনুসন্ধানে দেখা গেছে যে যুব ভ্যাপিং গত তিন বছরে তিনগুণ বেড়েছে। এর কারণ হিসেবে তারা সস্তা ও রঙিন ডিসপোজেবল ভ্যাপগুলোকে দায়ী করছেন। সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সূত্র : এপি


আরো সংবাদ



premium cement