০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


এরদোগানের আমন্ত্রণে তুরস্ক সফরে যাচ্ছেন মিসরের সিসি

এরদোগানের আমন্ত্রণে তুরস্ক সফরে যাচ্ছেন সিসি - ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের আমন্ত্রণে তুরস্কে সরকারি সফরে যাচ্ছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

শুক্রবার কায়রোতে আঙ্কারার চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে কর্মরত রাষ্ট্রদূত সালেহ মুতলু সেনের সূত্রে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানিয়েছে।

দেশটির কূটনৈতিক সূত্রে জানা যায়, মিসরীয় প্রেসিডেন্ট সিসি নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এ সময় তিনি সিসিকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। মিসরের প্রেসিডেন্ট এ আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন বলে জানা যায়। সম্ভাবনা রয়েছে, ঈদুল আজহার পরপরই তিনি আঙ্কারা সফর করবেন।

উল্লেখ্য, ২০১৩ সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত সামরিক অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর তুরস্ক ও মিসরের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। এরপর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক কেবল চার্জ ডি অ্যাফেয়ার্স পর্যায়ে বজায় ছিল।

কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপের সাইডলাইনে সিসি ও এরদোগানের সাক্ষাত ও হাতমেলানোর পর গত বছরের নভেম্বরে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে সম্পর্কের উন্নয়ন শুরু হয়। গত মাসের শেষের দিকে রাষ্ট্রদূত পর্যায়ে চুক্তি হয়। এরপর আনুষ্ঠানিকভাবে এ সফরের আমন্ত্রণ জানানো হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement