২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চাকরিজীবীদের ৫০ শতাংশ বেতন বাড়াল তুরস্ক

চাকরিজীবীদের ৫০ শতাংশ বেতন বাড়াল তুরস্ক - ফাইল ছবি

তুরস্ক দেশটির চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এক সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির এই ঘোষণা দেন।

খবরে বলা হয়েছে, সর্বনিম্ন ৫০ শতাংশ বেতন বৃদ্ধির মাধ্যমে চাকরিজীবীরা প্রতিমাসে ন্যূনতম ৪ হাজার ২৫০ লিরা পাবেন। ২০২১ সালে এটা ছিল ২ হাজার ৮২৬ লিরা।

বেতন বৃদ্ধির ঘোষণা দিয়ে এরদোগান বলেন, গত ৫০ বছরের মধ্যে এটা সর্বোচ্চ বৃদ্ধি। আমি বিশ্বাস করি দ্রব্যমূলের যে দাম বেড়েছে, চাকরিজীবীরা এখন মানিয়ে নিতে পারবেন। তাদেরকে রক্ষায় তুরস্ক সরকার দৃঢ়তা দেখিয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, কিছু সমস্যা আছে, দ্রুত আমরা সেগুলো সমাধান করব।

উল্লেখ্য, তুর্কী মুদ্রা লিরার মূল্যের ঐতিহাসিক পতনের পর দেশটির অর্থনীতি ক্রমশই অস্থিতিশীল হয়ে পড়ছে। চলতি বছর ডলারের বিপরীতে লিরার দাম কমেছে ৪৭%। একারণে লিরা বর্তমানে বিশ্বের খুবই দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে।


আরো সংবাদ



premium cement