২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইষ্টিকুটুম

-

শ্বশুরবাড়ির ইষ্টিকুটুম লোকে বড় কয়
তবে আমার ইষ্টিকুটুম কেউই বড় নয়।
গিন্নি খুশি বাজারে যাই হাতে বড় ব্যাগ
নইলে বুঝি করতে পারে কখন আমায় ত্যাগ!
খাবার খেতে দিচ্ছে যখন খাটায় অনেক জোর
আদর করে খাওয়ায় বেশি এমন প্রীতিডোর।

আমার ইষ্টিকটুম এলে ছোট মাছের মাথা
হয় না নাকি তাদের সনে মজার গল্পগাথা!
গলা ছেড়ে বলে আমায় ওরা নাকি খ্যাত
নরম আমি মেজাজ দেখায় ধ্যাততেরিকা ধ্যাত।
কাজ হবে না নরম কথায় নিজেই মহাজোট
এখন থেকে কথায় কথায় নিচ্ছি ভীষণ চোট।

গতর খেটে কামাই করি মাথায় কাজের চাপ
ইচ্ছেমতো খরচ হবে আমি ছেলের বাপ।
ইষ্টিকুটুম এলেই খুশি ভীষণ মজা হয়
বউকে দেখে কেন জানি পেতাম শুধু ভয়।
ইষ্টিকুটুম সবাই সমান, সমান চোখে দেখি
বাঘের বাচ্চা বিড়াল সাজে আমার ভয়ে সেকি!


আরো সংবাদ



premium cement