০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


বউ শাশুড়ির যুদ্ধ

-

শুনছো ওগো আমার কথা? নইলে শোনো আবার
আমার কথা না শুনিলে যাবো বাড়ি বাবার।
তোমার মায়ে কথায় কথায় দিচ্ছে কেন খোঁটা?
আমি নাকি বসে বসে হচ্ছি দারুণ মোটা।
এসব ছাড়াও বলছে আরো বশ করেছি আমি
তুমি নাকি হলে আমার গৃহপালিত স্বামী!

মায়েও বলে শোনরে ছেলে আমার কথা শোন
বিয়ে করা বউটি যে তোর হয়নি আপনজন।
সকাল বিকাল গোমরা হয়ে মুখ বাঁকিয়ে থাকে
হাজার ভালোবাসা দিলেও পায়নি কাছে তাকে।
বলরে খোকন কি করিব বউটাকে তোর নিয়ে
বলেছিলাম এই মেয়েকে করিস নাকো বিয়ে।

ছেলে থাকে চুপটি করে হয়েছে বাকরুদ্ধ
এমনিভাবে চলতে থাকে বউ-শাশুড়ির যুদ্ধ!


আরো সংবাদ



premium cement