২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ডিআইইউতে বিবিএ ও এমবিএতে মানসম্পন্ন শিক্ষা

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ও জগন্নাথ ইউনিভার্সিটির সাবেক কোষাধ্যক্ষ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের উপদেষ্টা অধ্যাপক মো: সেলিম ভূঁইয়া বলেন, ‘যুগোপযোগী বিবিএ ও এমবিএ প্রোগ্রমের সিলেবাস প্রণয়ন ও শিক্ষাদানের ফলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উন্নত শিক্ষালাভ করতে সক্ষম হচ্ছে। অধ্যাপক সেলিম ভূঁইয়া আরো বলেন, ব্যবসায় প্রশাসন অনুষদেও প্রতিটি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সুপরিকল্পিত, সুশৃঙ্খল, তাত্ত্বিক ও ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে। এর ফলে বিসিএস প্রশাসনসহ দেশে ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- ব্যাংক, বীমা, পুঁজিবাজার, রিয়েল এস্টেট ও কোম্পানিসহ ব্যবসায় বাণিজ্যে এ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কর্মরত রয়েছে। উপদেষ্টা হিসেবে অধ্যাপক সেলিম ভূঁইয়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসায় শিক্ষা অনুষদে সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় এটি আদর্শ অনুষদ হিসেবে পরিচিতি লাভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার। তার মধ্যে রয়েছে চার শতাধিক বিদেশী ছাত্রছাত্রী। এ ইউনিভার্সিটিতে বর্তমানে ৩২০ জন পূর্ণকালীন ও খণ্ডকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। ‘দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট র্যাংকিং’-এর এক জরিপে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাংকিং-এর দিক থেকে ৭ নম্বরে রয়েছে। জরিপের ফলাফলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটিসহ অস্ট্রেলিয়ার ছয়টি বিশ্ববিদ্যালয় প্রথম দিকে রয়েছে। বাংলাদেশের সব ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে সপ্তম স্থানে এবং বিশ্বের অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে ১০০১ নম্বরে রয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক গণেশচন্দ্র সাহা জানান, গুণগত, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ, আদর্শ ও দেশপ্রেমিক মানবসম্পদ তৈরিতে এ ইউনিভার্সিটি প্রশংসার দাবিদার। এ ইউনিভার্সিটিতে ট্রাইমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি সেমিস্টারে ছাত্রছাত্রীদের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার জন্য কোর্স শিক্ষকরা পর্যাপ্ত কেসস্টাডি, অ্যাসাইনমেন্ট, বাধ্যতামূলক ক্লাস পার্টিসিপেশন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারমান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি জানান, এখানে কোর্স ফি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম হলেও আমরা উন্নতমানে শিক্ষা দিয়ে আসছি। এ ছাড়াও নিয়মিত ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়ামে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর বিবিএ ও এমবিএ ফাইনাল সেমিস্টারে শিক্ষার্থীদের স্ট্যাডি ট্যুর এবং বিভিন্ন সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্্িরয়াল ভিজিটের ব্যবস্থা করা হয়। এখানে দিবা শাখার জন্য কোর্স ফি দুই লাখ ৮০ হাজার ৫০০ টাকা। পাশাপাশি চাকরিজীবী এবং বিএমএ ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন শিফট চালু রয়েছে। তাদের কোর্স ফি দুই লাখ ৪৩ হাজার ৩০০ টাকা। দুই বছরের এমবিএ’র কোর্স ফি এক লাখ ২০ হাজার টাকা। এক বছরের এমবিএ’র কোর্স ফি এক লাখ টাকা। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. এস কাদির পাটোয়ারী বলেন, ১৯৯৫ সালে ‘জ্ঞানই শক্তি’ স্লোগান সামনে রেখে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বাড্ডার সাতারকুলে, সেখানে তিনটি নান্দনিক ভবন ছাড়াও নির্মানাধীন রয়েছে ১০ তলাবিশিষ্ট টাওয়ার। যোগাযোগ : স্থায়ী ক্যাম্পাস: সাতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০। ক্যাম্পাস: ৬৬, গ্রীনরোড, ঢাকা। ফোন : ০১৬১১৩৪৮৩৪৪-৮। ক্যাম্পাস: বাড়ি-০৪,সড়ক-০১, ব্লক-এফ, বনানী, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬১-৪


আরো সংবাদ



premium cement