০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০, ১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান

অধ্যায় এগারো : জীবের প্রজনন, অধ্যায় বারো : জীবের বংশগতি ও বিবর্তন
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় এগারো : জীবের প্রজনন’ থেকে আরো ৩টি এবং ‘অধ্যায় বারো : জীবের বংশগতি ও বিবর্তন’ থেকে ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায় এগারো : জীবের প্রজনন
১৪. একটি আদর্শ ফুলের-
i. ৫টি অংশ থাকে
ii. ২টি অংশ অতীব গুরুত্বপূর্ণ
iii. ২টি অংশ সরাসরি প্রজননে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, ii ও iii ঘ) i ও iii
১৫. বৃতির কাজ হলো-
i. ফুলকে আকর্ষণীয় করা
ii. পরাগায়নে সাহায্য করা
iii. পোকার আক্রমণ থেকে ফুলকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬. স্বপরাগায়ন ঘটে-
i. একই ফলে
ii. একই গাছের ভিন্ন দু’টি ফুলে
iii. ভিন্ন ভিন্ন গাছের দু’টি ফুলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i, ii ও iii
গ) i ও ii ঘ) i
উত্তর: ১৪. গ, ১৫.গ, ১৬.গ।
অধ্যায় বারো : জীবের বংশগতি ও বিবর্তন
১. কোনটি জীববিজ্ঞানের বিশেষ শাখা?
ক) Breeding
খ) Medical Science
গ) Genetics
ঘ) Agriculture
২. ক্রোমোজোম প্রস্থে সাধারণত-
ক) ০.২-৩.০ মাইক্রন
খ) ০.৫-২.০ মাইক্রন
গ) ০.২-২.০ মাইক্রন
ঘ) ০.১-২.০ মাইক্রন
৩. এডিনিন ও গুয়ানিনকে কী বলা হয়?
ক) সাইটোসিন
খ) পিউরিন
গ) থাইমিন
ঘ) পাইরিমিডিন
উত্তর: ১.গ, ২.গ, ৩.খ।


আরো সংবাদ



premium cement
বিশ্বকাপে সেরা তিন ব্যাটারের একজন হবেন কোহলি : ডি ভিলিয়ার্স মঙ্গলবার শেষ হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশে বিপুল খেলাপি ঋণ আমজনতার জীবনে কী প্রভাব ফেলছে? বিশ্বকাপের উদ্বোধনী মাতাবেন যারা শাহজাহান কামাল-উকিল সাত্তারের আসন শূন্য ঘোষণা বাংলাদেশের সাথে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে সৌদির আগ্রহ প্রকাশ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে বাংলাদেশের হার ঈদে মিলাদুন্নবীর আলোচনার সময় মৃত্যুর কোলে ঢলে পরলেন শফিজউদ্দিন মাস্টার লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষক নিহত সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ জানুয়ারি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন : বিজিবি মহাপরিচালক

সকল