১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২২। ‘অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী’- এখানে ‘নিগড়’ শব্দটি কোন অর্থ বহন করে?
ক) বেড়ি ও আঁধার
খ) নিগ্রহ ও শিকল
গ) শিকল ও বেড়ি
ঘ) শিকল ও আঁধার
২৩। কারাগারকে তারাই স্বর্গতুল্য মনে করে, যারা-
i) মনুষ্যত্ববোধে জাগ্রত
ii) অর্থচিন্তার নিগড়ে বন্দী
iii) ক্ষুৎপিপাসায় তৃপ্ত
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে কী?
(ক) শুভবুদ্ধি
খ) সহানুভূতি
গ) স্বার্থবুদ্ধি
ঘ) সহযোগিতা
২৫। কোনটি সম্বন্ধে সচেতন না থাকলে মানুষকে মুক্তি দিয়ে বেশি দূর নেয়া যাবে না?
(ক) স্বার্থ (খ) লক্ষ্য
(গ) লাভ (ঘ) জীবন
২৬। শিক্ষার আসল কাজ কী?
ক) মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করা
খ) মানুষকে জ্ঞানদান করা
গ) মানুষকে মনুষ্যত্বের সাথে পরিচয় করিয়ে দেয়া
ঘ) মানুষকে কর্মমুখী করা
২৭। মুক্তির আনন্দ পুরোপুরি উপভোগ করা যায় না, যখন মানুষ মগ্ন থাকে-
i) অন্নবস্ত্রের চিন্তায়
ii) শিক্ষা গ্রহণের চিন্তায়
iii) জীবনসত্তার চিন্তায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৮। কে সকলকে বন্দী করে রেখেছে?
(ক) অজ্ঞতা (খ) অর্থচিন্তা
(গ) মনুষ্যত্ব (ঘ) অশিক্ষা
২৯। নিচের কোনটি সাধারণত মনুষ্য স্বভাবের বিপরীত?
i) ফলশূন্য হলে বৃক্ষ সদা সমুন্নত থাকে
ii) বৃক্ষ কখনো অহঙ্কারে মাথা নিচু করে না
iii) ফলশালী হলে বৃক্ষের মাথা থাকে অবনত
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii
উত্তর : ২২.গ, ২৩.গ, ২৪.গ, ২৫. খ, ২৬.গ, ২৭.খ, ২৮.খ, ২৯.ঘ।


আরো সংবাদ



premium cement
দাবি মেনে নেয়ার লিখিত অঙ্গীকার দিলে অনশন ভাঙবেন জবি শিক্ষার্থীরা সরকারি কোন সংস্থা অসহযোগিতা করছে, এখনো বলার সময় হয়নি : তাজুল ইসলাম মিরসরাইয়ে মহাসড়কের পাশে পড়ে ছিল বৃদ্ধার লাশ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন আ’লীগ ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না : রুহুল কুদ্দুস দুলু থাইল্যান্ডে বিতর্কিত ক্যাসিনো বিল অনুমোদন করেছে মন্ত্রিসভা সংস্কারের কোনো আলামত দেখছি না : অলি চাঁদপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা ভোলাগঞ্জে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া ইসলামবিরোধী মন্তব্যের জন্য কট্টর বৌদ্ধ ভিক্ষুর কারাদণ্ড

সকল