১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

- ছবি - নয়া দিগন্ত

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো তিনজন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন বাহুবল উপজেলার পুটিজুরি এলাকার জহুর মিয়া (৫৫), নুরুল আমিন (৩৫) ও চুনারুঘাট উপজেলার নাছিমাবাদ চাবাগানের বিশাল উড়াং (২০)।

রোববার গভীর রাতে যথাক্রমে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতুলী ও চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ নামক স্থানে এ দু’টি দুর্ঘটনা ঘটে।

বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়ার পিকআপ ভ্যান ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতুলী নামক স্থানে উল্টে গেলে চারজন আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন, ফজলু মিয়া ও মিজান মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়। পথেই নুরুল আমিন মারা যান।

এদিকে রাত ২টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন মারা যায়। তিনি উপজেলার নাছিমাবাদ চা বাগানের আকাশ উড়াং- এর ছেলে বিশাল উড়াং।

বিষয়টি নিশ্চিত করেছেন যথাক্রমে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় ও বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান।


আরো সংবাদ



premium cement