২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ধর্মপাশায় ঝুঁকিপূর্ণ ব্রিজে দুর্ঘটনার আশঙ্কা

ধর্মপাশায় ঝুঁকিপূর্ণ ব্রিজে দুর্ঘটনার আশঙ্কা - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের ধর্মপাশায় মধ্যবাজার শয়তানখালী নদীর ওপর নির্মিত ব্রিজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, পাকিস্তানে আমলে নির্মিত ব্রিজটির মাঝের চারটি স্প্যানই বিচ্ছিন্ন হয়ে অন্তত চার ফুট দেবে গেছে। এ অবস্থা দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এর বিকল্প হিসেবে ৪০ মিটার দূরত্বে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। কিন্তু সাঁকো থেকে নদীর পাড় প্রায় ৮-১০ মিটার উঁচু। তাই দ্রুত পুরনো ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ বানানোর দাবি জানিয়েছে পূর্ব ও পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতি এবং এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, সেতুটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেতুটি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। কিছু দিনের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে।


আরো সংবাদ



premium cement