০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

শাহজালাল মাজারের পাশ থেকে লাশ উদ্ধার

শাহজালাল মাজারের পাশ থেকে লাশ উদ্ধার। - প্রতীকী ছবি

সিলেটের শাহজালাল রহ: দরগাহ মাজার এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বৃদ্ধের নাম ও ঠিকানা শনাক্ত করা যায়নি। তার বয়স অনুমানিক ৭০ বছর। স্থানীয়রা বলেছে, মাজার ও আশপাশে ভবঘুরের মতো থাকতেন ওই ব্যক্তি। লাশ গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশটি ময়নাতদন্ত শেষে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement