২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিলেট সমাবেশকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরেছে মাধবপুর বিএনপিতে

‘আমরা দু’দিন আগ থেকে সিলেট আলীয়া মাদরাসা মাঠে অবস্থান করছি।’ - ছবি : নয়া দিগন্ত

বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে অনেকটা উজ্জেবিত সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে দফায় দফায় বৈঠকে বসে নেতাকর্মীরা। পরিবহন বন্ধের শঙ্কা থাকায় দু’দিন আগেই সিলেটে পৌঁছেছে শত শত নেতা কর্মী।

নির্বাচন কালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি দাবি এবং নিত্য পণ্যের মুল্যবৃদ্ধি ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ সফল করার লক্ষ্যে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে প্রস্তুতি সভা করেন উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা। এতে হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান প্রধান অতিথি ছিলেন।

মাধবপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনি জানান, সমাবেশকে ঘিরে নেতাকর্মীরা ছোট খাট ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে এখন অনেক ঐক্যবদ্ধ। পুলিশ বাড়ী বাড়ী গিয়ে নেতাকর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে। ইতোমধ্যেই শত শত নেতাকর্মী সিলেট আলীয়া মাদরাসা মাঠে অবস্থান করছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু জানান, ‘আমরা দু’দিন আগ থেকেই সিলেট আলীয়া মাদরাসা মাঠে অবস্থান করছি। পরিবহন বন্ধ থাকায় শত শত নেতাকর্মী অনেক পথ পায়ে হেটে, ভেঙ্গে ভেঙ্গে পিকআপ ভ্যানসহ ছোট ছোট যানবাহনে সমাবেশের দিকে রওয়ানা হয়েছে।’


আরো সংবাদ



premium cement