১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি আটক

সাজাপ্রাপ্ত আসামি কামিল আহমদ - ছবি - নয়া দিগন্ত

সিলেটের গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি কামিল আহমদকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। আটক কামিলের বাড়ি উপজেলার ফুলবাড়ি ইউপির শ্রীবহর গ্রামে। তিনি মৃত আব্দুল মালিকের ছেলে।

কামিল আহমদের বিরুদ্ধে এক বছরের সাজাসহ সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ গ্রেফতারি পরোয়ানা থাকায় তিনি পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে কামিল আহমদকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, উপজেলার দক্ষিণ রামপা গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মোঃ জিল্লুর রহমানের সাথে কামিল আহমদের পূর্ব পরিচিত থাকার সুবাদে কামিল আহমদ সাত লাখ ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই টাকা ঋণ নেয়ার বেশ কয়েক দিন পর টাকা ফেরত দেয়ার জন্য বলেন জিল্লুর রহমান। এতে করে কামিল আহমদ ওই সাত লাখ ৫০ হাজারর টাকার বিনিময়ে সাউথইস্ট ব্যাংক লিমিটেড, হেতিমগঞ্জ শাখার হিসাব নং- ০০১২১০০০০১৭৬১৪, চেক নং- এসবি ৭৩৭১৯০৯, তাং-০৭/০৭/২০২০ইং টাকার পরিমান চার লাখ ৫০ হাজার টাকা ও কামিল এন্টারপ্রাইজ এর ব্যবসা প্রতিষ্ঠানের নামে অগ্রণী ব্যাংক লিমিটেড, হেতিমগঞ্জ শাখার হিসাব নং-০২০০০০৫৯০৫২৯৭, চেক নং- ৩১৭১-০৭৫৬৪৯৮, তারিখ ০৭/০৭/২০২০ইং টাকার পরিমান তিন লাখ টাকাসহ দুটি চেকের মাধ্যমে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন। মোঃ জিল্লুর রহমান টাকা নগদায়নের জন্য উল্লেখিত তারিখে নিজ অ্যাকাউন্ট পূবালী ব্যাংক লিমিটেড, হেতিমগঞ্জ শাখায় চেক নং- এসবি ৭৩৭১৯০৯ জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা নগদায়নের জন্য সাউথইস্ট ব্যাংক লিমিটেড, হেতিমগঞ্জ শাখায় প্রেরণ করলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে একাউন্ট ক্লোজ ডোরম্যান্ট/ ব্লকেড মর্মে চেকটি ফেরৎ আসে। অনুরূপভাবে টাকা নগদায়নের জন্য চেকের উল্লেখিত তারিখে জিল্লুর রহমানের নিজ চলতি হিসাব নাম্বারে পূবালী ব্যাংক লিমিটেড, হেতিমগঞ্জ শাখায় চেক নং ৩১৭১-০৭৫৬৪৯৮ জমা দিলে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ টাকা নগদায়নের জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড, হেতিমগঞ্জ শাখায় প্রেরণ করলে অগ্রণী ব্যাংক লিমিটেড, হেতিমগঞ্জ শাখার কর্তৃপক্ষ ইনসাফিসিয়াল ফাউন্ড মর্মে চেকটি ডিজনার করে ফেরত দেয়। জিল্লুর রহমান তার টাকা ফেরত পাওয়ার জন্য কামিল আহমদের ঠিকানায় লিগ্যাল নোটিশ প্রদান করে টাকা ফেরতের জন্য অনুরোধ করে ব্যর্থ হলে জিল্লুর রহমান ২০২০ সালের আগস্ট মাসে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতে সি.আর মামলা নং-১৬৬/২০২০ইং, দায়রা মামলা নং-৭৫০/২০২০ ইংরেজি দায়ের করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি ও দাখিলকৃত বিভিন্ন তথ্য পর্যালোচনা করে সত্যতা পেয়ে কামিল আহমদকে এক বছরে সাজা ও সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ রায় প্রদান করেন। কামিল আহমদ পলাতক থাকায় তার বিরুদ্ধে চলতে বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কামিল আহমদ গ্রেফতার এড়াতে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে কামিল আহমদকে গ্রেফতার করেন।


আরো সংবাদ



premium cement
নির্বাচনী শোভাযাত্রায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত ‘লাজুক’ স্বভাবের ভেলুপিল্লাই প্রভাকরণ যেভাবে শক্তিশালী গেরিলা বাহিনী গড়ে তুলেছিলেন যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত কিছু অভিবাসীকে দ্রুত বহিষ্কার করতে চায় হামলা জোরদার করতে পারে রাশিয়া : জেলেনস্কি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, শিশুসহ নিহত ২ ভৈরবে র‍্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, ৩০ মোটরসাইকেল জব্দ দুর্ভিক্ষের কারণে সুদানে মানবিক সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো বিদেশী সামরিক উপস্থিতি মানব না : হামাস ৩ লাশ উদ্ধারের নেতানিয়াহুর দাবিতে সন্তুষ্ট নয় ইসরাইলিরা কিডনির ‘নীরব ঘাতক’ উচ্চ রক্তচাপ!

সকল