২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সীরাতুন্নবী : বিশ্বনবীর জীবনাদর্শেই সম্ভব শান্তি ও সুশাসন

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ -

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, মানবতার মুক্তিদূত মহানবী মোহাম্মদ সা: হচ্ছেন গোটা মানবজাতির প্রতি রহমতস্বরূপ। তিনি মুসলিম উম্মাহর জীবন পরিচালনার সর্বোত্তম আদর্শ।

তিনি বলেছেন, মানবজাতিকে নেতৃত্ব দিতে দুনিয়াব্যাপী নানা পথ-মতের আভির্ভাব ঘটেছে। কিন্তু কোন মতাদর্শই মানুষের মুক্তি নিশ্চিত করতে পারেনি। কিন্তু মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কুরআন ও নবীর সা: সুন্নাহ আজো আমাদের মাঝে অক্ষত রয়েছে। কুরআন ও বিশ্বনবীর সা: আদর্শকে সঠিকভাবে অনুসরণ করার মধ্যেই রয়েছে ইহকাল ও পরকালের সাফল্য।

আইন পেশার সাথে জড়িতরা নবীর সা: জীবনাদর্শ অনুকরণের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

বুধবার বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

তিনি আরো বলেন, কোন মুসলমান মূর্তি ভাঙ্গতে পারে না। মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। যারা এই ঘৃণ্য কাজ করেছে তারা মানবতার দুশমন।

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি অ্যাডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ল’ইয়ার্স কাউন্সিলের সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

অনুষ্ঠানে সিলেট জেলা বারে সদ্য যোগদানকৃত সকল নবীন আইনজীবীদেরকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। নবীন আইনজীবীদের মাঝে রজনীগন্ধা ফুলের স্টিক ও ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সিনিয়র আইনজীবীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলার বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুর রহমান, জেলা বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিক, জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট দিলওয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট রাজিয়া সুলতানা ডলি, জেলা বারের যুগ্ম সম্পাদক-২ অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মকসুদ আহমদ, সহ-সম্পাদক অ্যাডভোকেট কবির আহমদ, সহ-সম্পাদক অ্যাডভোকেট কাউসার আহমদ, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট খালেদ জুবায়ের, যুগ্ম সম্পাদক-১ অ্যাডভোকেট সালমান আহমদ, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাবানা ইসলাম, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট ইকবাল আহমদ, সহ-সম্পাদক অ্যাডভোকেট মোবারক হোসেন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা

সকল