১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


লক্ষ্মীপুর থেকে নিজ সন্তান হত্যাকারী যুবক আটক

পুলিশের হাতে আটক দেলোয়ার। ইনসেটে ১১ মাস বয়সী মুরসালিনের লাশ - ছবি : নয়া দিগন্ত

জৈন্তাপুরের ফিসারী হতে উদ্ধারকৃত শিশুর লাশের পরিচয় সনাক্তের ঘাতক পিতাকে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ। আটক দেলোয়ারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গত ১৯ এপ্রিল জৈন্তাপুর ফিসারী হতে শিশু উদ্ধারের পর ২০ এপ্রিল শিশুর মায়ের দায়ের করা মামলায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ খান মোঃ মইনুল জাকিরের সার্বিক নির্দেশনায় প্রযুক্তির সহযোগিতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে লক্ষ্মীপুর হতে ঘাতক পিতা দেলোয়ার হোসেনকে আটক করতে সক্ষম হয়।

আটক দেলোয়ারকে রাতের মধ্যেই সিলেটের জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসা হয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিজের শিশু হত্যার দায় স্বীকার করায় গতকাল রোববার দুপুর ১২টায় বিশেষ নিরাপত্তায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত ১৯ এপ্রিল শুক্রবার জৈন্তাপুর উপজেলা ফতেপুর ইউনিয়নের আওতাধীন সিলেট-তামাবিল মহাসড়কের পাখিটিখি এলাকার ফিসারী হতে পুলিশ অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুর ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বেরিয়ে আসে শিশুটির প্রকৃত পরিচয়।

সংবাদ পেয়ে শিশুটির মা বিলকিছ বেগম ছুটে যান সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে। সেখানে গিয়ে উদ্ধার হওয়া লাশটি নিজের সন্তানের বলে শনাক্ত করেন। পরে শনিবার জৈন্তাপুর মডেল থানায় স্বামীর বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ এনে মামলা (নং-১৬, তারিখ ২০-০৪-২০১৯) দায়ের করেন। মামলা দায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতক পিতাকে তার গ্রামের বাড়ী শাকচর হতে আটক করা হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মইনুল জাকির বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা ঘাতক পিতাকে আটক করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের ১১ মাস বয়সী সন্তানকে হত্যার দায় স্বীকার করায় ১৬৪ ধারায় আসামীর বক্তব্য রেকর্ডের জন্য তাকে আদালতে হাজির করা হয়।


আরো সংবাদ



premium cement
বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা শিবিরে দুঃসংবাদ ইসলাম ধর্ম অবমাননার দায়ে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার গাজা যুদ্ধ : বিভক্ত হয়ে পড়েছে ইসরাইলি মন্ত্রিসভা রূপপুরসহ ১০ প্রকল্পে বরাদ্দ ৫২ হাজার কোটি হোসেনপুরে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ে ৩০ শিক্ষার্থী উন্নত বিশ্বকে কার্বন নিঃসরণ কমানোর দিকে মনোযোগ দিতে পরিবেশমন্ত্রীর আহ্বান হজ কার্যক্রম সহজ করতে ১৬টি ভাষায় ১৫টি সচেতনতামূলক নির্দেশিকা  চীন সফর থেকে কী চান পুতিন? বগুড়ায় কোল্ড স্টোরে ৫ লাখ ডিম, জরিমানা আদায় টাচেলকে আগামী মৌসুমেও দলে রাখার চেষ্টা করবে বায়ার্ন চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী

সকল