১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


‘অখণ্ড ভারতের’ প্রতিবাদ পাকিস্তানের

অখণ্ড ভারতের মানচিত্র - ছবি : সংগৃহীত

ভারতের পার্লামেন্টে স্থাপন করা ‘অখণ্ড ভারত’ মানচিত্রের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

শুক্রবার (২ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতীয় রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে যে তারা যেন তাদের বিভেদমূলক ও সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নিতে অন্যান্য দেশের বিরুদ্ধে লিপ্ত না হয়।

বিবৃতিতে বলা হয়, ‘নয়াদিল্লিতে নতুন পার্লামেন্ট ভবনে স্থাপিত একটি ম্যুরাল সম্পর্কে খবরগুলো আমরা দেখেছি। ওই ম্যুরালটিকে তথাকথিত ‘সাবেক ভারত’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেখানে পাকিস্তানসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোও রয়েছে। ‘অখণ্ড ভারত’ নামক ওই ম্যুরাল সম্পর্কে ভারতের কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রীসহ বিজেপি নেতাদের বক্তব্যগুলোতে আমরা হতবাক।’

পাকিস্তান আরো বলেছে, ‘অখণ্ড ভারতের’ অযৌক্তিক দাবি সংশোধনবাদী ও সম্প্রসারণবাদী মানসিকতার একটি বহিঃপ্রকাশ, যা শুধুমাত্র ভারতের প্রতিবেশী দেশগুলো নয়, তার নিজস্ব ধর্মীয় সংখ্যালঘুদেরও পরিচয় ও সংস্কৃতিকে মুছে ফেলতে চায়।

‘এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় যে অখণ্ড ভারতের ধারণাটি ভারতে শাসন ব্যবস্থার অন্তর্গত ব্যক্তিদের দ্বারা ক্রমবর্ধমানভাবে প্রচার করা হচ্ছে। ভারতীয় রাজনীতিবিদদের ভালোভাবে পরামর্শ দেয়া হচ্ছে যে তারা যেন কেবল তাদের বিভেদমূলক ও সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডাকে আরো এগিয়ে নেয়ার জন্য অন্যান্য দেশের বিরুদ্ধে বিষোদ্গার না করে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আধিপত্যবাদী ও সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষাকে লালন করার পরিবর্তে ভারতের উচিত তার প্রতিবেশীদের সাথে বিরোধ মেটানো এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়তে তাদের সাথে কাজ করা।’


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল