২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

'ইমরানকে গ্রেফতারের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই'

'ইমরানকে গ্রেফতারের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই' - ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন পাঞ্জাব কেয়ারটেকার সরকারের তথ্যমন্ত্রী আমির মির। বুধবার তিনি এ কথা জানান।

তিনি বলেন, '২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর সরকার তার পরিকল্পনা প্রকাশ করবে।' জিও নিউজের 'আজ সাহজেব খানজাদা কে সাথ' অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সময়সীমা আজ বৃহস্পতিবার বেলা ২টায় শেষ হবে। এর আগে ইমরান খানের জামান পার্কের বাসভবনে কোনো কিছু করা হবে না।

উল্লেখ্য, এর আগে ইমরান খান তার বাসা পুলিশ ঘিরে রেখেছে উল্লেখ করে জানিয়েছিলেন, তিনি গ্রেফতারের আশঙ্কা করছেন।

মন্ত্রী মির বলেন, ইমরান খান তার অভ্যাসমতো মিথ্যাচার করছেন।

তিনি বলেন, পুলিশ কোনো অভিযান পরিচালনা করছে না। তবে প্রমাণ রয়েছে যে ৯ মে সামরিক স্থাপনায় হামলা পরিচালনাকারী ৩০ থেকে ৪০ জন 'সন্ত্রাসী' এখন ইমরানের জামান পার্কের বাসায় অবস্থান করছে।


তিনি বলেন, 'এমন হওয়া সম্ভব যে খান সাহাব ওইসব লোককে জামান পার্ক ছেড়ে যেতে বলবেন। তারা তা করলে তাদেরকে গ্রেফতার করা হবে।'

এর আগে ওই মন্ত্রী জামান পার্কে অবস্থানরত '৩০-৪০ সন্ত্রাসীকে' হস্তান্তর করার জন্য পিটিআইকে ২৪ ঘণ্টার সময় দিয়েছিল।

এদিকে ইমরান খানের জামান পার্কের বাড়ি ঘিরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়িটিতে যাওয়ার সব পথ পুলিশ ঘিরে রেখেছে।

সূত্র : জিও নিউজ

 


আরো সংবাদ



premium cement