২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পশ্চিমবঙ্গে এ বছর দোল-হোলিতে রেকর্ড পরিমাণ মদ বিক্রি

পশ্চিমবঙ্গে এ বছর দোল-হোলিতে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। - প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এ বছর দোল-হোলির দিনে মদের বিক্রি ছাপিয়ে গেল অন্যান্য বছরগুলোকে। এই দু’দিনে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে।

এই শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীদের মতে, এ বছর দোল-হোলিতে রাজ্যে মদের বিক্রি গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে গত বছর দোল-হোলি উপলক্ষে মদ বিক্রি হয়েছিল ২০০ কোটি টাকার। এ বছর তার থেকেও ৩৫ শতাংশ মদ বেশি বিক্রি হয়েছে।

করোনা মহামারীর কারণে গত তিন বছর বিভিন্ন ধরনের বিধিনিষেধ ছিল অর্থাৎ ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই তিন বছর মদের দোকান খোলা থাকলেও সে ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ ছিল। যার ফলে মদের বিক্রিতেও প্রভাব পড়েছিল। এ বছর কোনো বিধিনিষেধ না থাকায় বুধবার সকাল থেকেই ছিল মদের দোকান খোলা। যার ফলে এ বছর মদের দোকানগুলোতে দেখা গেছে লম্বা লাইন।

কনফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কোম্পানির (সিআইএবিসি) একজন কর্মকর্তা জানিয়েছেন, এই বছর রাজ্যে সামগ্রিকভাবে মদের বিক্রি ভালো হয়েছে।

গণেশ চন্দ্র অ্যাভিনিউতে এক মদ বিক্রেতা বলেন, ‘সোমবার রাতের মধ্যে আমাদের প্রায় ৮০ শতাংশ স্টক শেষ হয়ে গিয়েছিল। কারণ ক্রেতারা দোলের কারণে মদ কিনেছিলেন। বুধবারও হোলি উপলক্ষে সকাল থেকেই দোকানে লম্বা লাইন ছিল। বেশ কয়েকটি হাউজিং কমপ্লেক্স দোল ও হোলি পার্টির আয়োজন করে। অনেক পরিবারও মঙ্গলবারের পাশাপাশি বুধবার বাড়িতে পার্টির আয়োজন করেছে। বুধবার শহরের বিভিন্ন স্থানে অন্তত ১৫টি বড় হোলির অনুষ্ঠান হয়েছে।

বিক্রেতারা জানিয়েছেন, মোট বিক্রির প্রায় ৫০ শতাংশ হলো বিয়ার, তারপরে ভদকা। তবে অন্যান্য উৎসব-অনুষ্ঠানের মতো বার, লাউঞ্জ এবং নাইটক্লাবগুলোতে মদের বিক্রি সেভাবে বাড়েনি।

অন্যদিকে, গত বছর হোলি উৎসবের সময় পশ্চিমবঙ্গে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এর পাশাপাশি গত বছর পূজার মৌসুমে রেকর্ড সংখ্যক মদ বিক্রি হয়েছিল। আয়ের পরিমাণ ছিল প্রায় ৩ হাজার কোটি টাকা। গত সেপ্টেম্বর মাসে পূজার মৌসুমে প্রতিদিন রাজ্যজুড়ে প্রায় ৭০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ

সকল