করাচিতে থানায় বন্দুকধারীদের হামলা, নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৮, আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৭
পাকিস্তানের করাচি নগরীতে একদল সশস্ত্র ব্যক্তি একটি থানায় হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত একজন পুলিশসহ দু’জন মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরো চারজন।
শুক্রবার সন্ধ্যার পর হওয়া এই হামলার পর গোলাগুলি অব্যাহত রয়েছে।
সংবাদদাতারা বলছেন, সেখানে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে এবং সম্ভবত গ্রেনেডের একাধিক বিস্ফোরণ হয়েছে।
পুলিশ সদর দফতরের ভেতরে থাকা কর্মীরা বাতি নিভিয়ে দিয়েছেন এবং ঢোকার দরোজা অবরুদ্ধ করে রেখেছেন বলে জানা গেছে।
করাচি পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীর সংখ্যা অন্তত ৮-১০ জন হবে। তাদের পরিচয় জানা যায়নি।
নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সিন্ধুর তথ্যমন্ত্রী শারজিল মেমন এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, সন্ত্রাসীরা গোপনে হামলা করেছে এবং তা ঠেকাতে পুলিশের অভিযান চলছে। শারায় ফয়সাল রোডের দু’দিক থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, অন্যান্য এলাকা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে রয়েছেন।
সূত্র : আল-জাজিরা ও বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা