২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

খ্রিস্টধর্ম ও ইসলামে অস্পৃশ্যতা নেই, সুপ্রিম কোর্টকে জানালো ভারত সরকার

ভারতীয় সুপ্রিম কোর্ট - ছবি : সংগৃহীত

ইসলাম এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়া দলিতদের তফসিলি মর্যাদা দেয়ার বিরোধিতা করল ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির সুপ্রিম কোর্টে একটি হলফানামা পেশ করে এই প্রেক্ষিতে সরকার বলে, ‘খ্রিস্টধর্ম ও ইসলামে অস্পৃশ্যতা নেই’।

ভারত সরকার বলে, ‘তফসিলি জাতির লোকেরা ইসলাম বা খ্রিস্টধর্মের মতো ধর্মে রূপান্তরিত হন, যাতে তারা অস্পৃশ্যতার নিপীড়নমূলক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। খ্রিস্টধর্ম বা ইসলামে অস্পৃশ্যতা একেবারেই প্রচলিত নয়।’

বেসরকারি সংস্থা ‘সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন’র আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এই হলফনামা পেশ করেছে ভারত সরকার।

সংগঠনটি দাবি করে, ১৯৫০ সালের সংবিধান (তফসিলি জাতি) আদেশে বলা হয়েছে, শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ ও শিখদের তফসিলি জাতি হিসেবে বিবেচনা করা হবে। আবেদনকারীর অভিযোগ, এই আদেশ অসাংবিধানিক। কারণ এটি ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হচ্ছে।

যদিও কেন্দ্রীয় সরকারের হলফনামায় বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়া দলিতদের সম্পর্কে বলা হয়েছে, ১৯৫৬ সালে সামাজিক ও রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে ড. বিআর আম্বেদকরের নেতৃত্ব তফসিলি জাতির একাংশ স্বেচ্ছায় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তবে মুসলামনদের ক্ষেত্রে ধর্মান্তরকরণ প্রক্রিয়াটি কয়েক শতাব্দী ধরে চলমান।

সরকার বলে, ‘ভারতীয় নাগরিক ও বিদেশী নাগরিক হিসেবে এই মামলায় শ্রেণিবিভাগ করা হচ্ছে না। কিন্তু ভারতের সংবিধানের ১৪ নং ধারা অনুযায়ী, শ্রেণিবিভাগ নিষিদ্ধ নয়।’

এদিকে সরকার পরোক্ষভাবে এও ইঙ্গিত করে যে, খ্রিস্টান ও ইসলাম ‘ভারতের ধর্ম নয়’।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তফসিলি জাতির তালিকাভুক্ত করার অর্থ হলো পিছিয়ে সম্প্রদায়কে সাহায্য করা। এই অবস্থায় কেন্দ্রের বক্তব্য, ‘খ্রিস্টধর্ম বা ইমলামে কেউ অস্পৃশ্যতার কারণে নিপীড়নের শিকার হচ্ছে, এমন প্রমাণ দেয়া কোনো গবেষণা নেই।’

তবে কেন্দ্রের তরফে বলা হয়, ‘শত শত বছর ধরে হিন্দু সমাজে যে নিপীড়নমূলক পরিবেশ রয়েছে, তা খ্রিস্টান বা ইসলামী সমাজেও তফসিলি জাতির লোকদের মধ্যে ছিল বলে প্রমাণ করার জন্য যথেষ্ট প্রামাণিক তথ্য রয়েছে।’

সূত্র : হিন্দুস্থান টাইমস


আরো সংবাদ



premium cement
ট্রাম্পের বিচার হবে কি না তা নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

সকল