হামলায় জড়িত ৩ সন্দেহভাজনের নাম জানালেন ইমরান
- ০৩ নভেম্বর ২০২২, ২৩:৪২

নিজের ওপর হামলার পেছনে তিনজনকে সন্দেহ করেন পার্টি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, তার ওপর আততায়ী হামলায় হত্যাচেষ্টার পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জড়িত।
বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের মহাসচিব আসাদ ওমর।
ভিডিওবার্তায় আসাদ ওমর বলেন, ‘এই মুহূর্তে ইমরান খান কথা বলার মতো অবস্থায় নেই। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন— জাতির উদ্দেশে তিনি যে বার্তা দিতে চান, আমরা যেন তা আপনাদের কাছে পৌঁছে দিই।’
‘আমাদের চেয়ারম্যান বলেছেন, হামলা যে হতে পারে এমন তথ্য তিনি আগেই পেয়েছিলেন এবং তার বিশ্বাস, তিনজন ব্যক্তি এই হামলার সাতে সংশ্লিষ্ট। এই তিন ব্যক্তি হলেন শাহবাজ শরিফ, রানা সানাউল্লাহ ও মেজর জেনারেল ফয়সাল।’
‘তিনি আরো বলেছেন, পিটিআই অবিলম্বে এই তিনজনের পদত্যাগ চায়। যদি তা না হয়, সেক্ষেত্রে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।’
সূত্র : জিও নিউজ ও অন্যান্য
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা