২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

গুজরাটে সেতু ভেঙে ৯১ জনের মৃত্যু

গুজরাটে সেতু ভেঙে ৯১ জনের মৃত্যু - ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটে একটি ক্যাবল সেতু ভেঙে ৯১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো অনেক মানুষ সেখানে আটকা পড়ে আছেন।

রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে মাছু নদীতে এ দুর্ঘটনা ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সেতুটিতে ৫০০ জনেরও বেশি লোক ভিড় করেছিল। এখন পর্যন্ত ৯১ জনের লাশ পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, এক সপ্তাহ আগে সেতুটি মেরামত করে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়।

রাজ্য সরকার দুর্ঘটনার দায় স্বীকার করেছে।

গুজরাটের একজন মন্ত্রী ব্রিজেশ মের্জা গণমাধ্যমকে বলেন, ‘গত সপ্তাহে সেতুটির সংস্কার হয়েছে। আমরাও হতবাক।সরকার এই ট্র্যাজেডির জন্য দায়ী’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনার বিষয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেন। এছাড়াও ইতোমধ্যে এ ঘটনায় হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি।

দুর্ঘটনায় শোক জানিয়ে এক টুইটে মোদি লিখেছেন, ‘ এ দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ত্রাণ ও উদ্ধার অভিযান পুরোদমে চলছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।’

রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারকে চার লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল টুইটে এ তথ্য জানিয়েছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল