১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


পাকিস্তানে রাজনৈতিক সংকট : রাত ৮.৩০-এ সুপ্রিম কোর্টের রায়

পাকিস্তানে রাজনৈতিক সংকট : রাত ৮.৩০-এ সুপ্রিম কোর্টের রায় - ছবি : সংগ্রহ

পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বিন্দিয়াল ঘোষণা করেছেন, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) দেশটির পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব খারিজ প্রশ্নে ডেপুটি স্পিকারের সিদ্ধান্তের ব্যাপারে রায় ঘোষণা করা হবে। তিনি আজ বৃহস্পতিবার জানিয়েছেন, বেঞ্চের অন্যান্য বিচারপতির সাথে আলোচনাক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

পাকিস্তানের বিরোধী জোট প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। এ নিয়ে ভোটাভুটির আগে ডেপুটি স্পিকার রুলিং দেন যে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় প্রস্তাবটি বাতিল করা হলো। এরপর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ নিয়ে শুনানি শুরু করে। উল্লেখ্য, ডেপুটি স্পিকারের ওই রুলিংয়ের পর প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শক্রমে রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দেন।

বিরোধী দল ডেপুটি স্পিকারের ওই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। দেশটির চলমান রাজনৈতিক সংকটে সুপ্রিম কোর্টের রায়ের ওপর অনেক কিছুই নির্ভর করছে।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

এরপর পাকিস্তানে কী হবে তা জানালেন আয়েশা জালাল

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিবে তার বিষয়ে একটি স্পষ্ট ধারণা দিয়েছেন আয়েশা জালাল। এ পাকিস্তানি-আমেরিকান ঐতিহাসিক বলেছেন, দ্রুত একটি নির্বাচন হতে যাচ্ছে পাকিস্তানে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

বর্তমানের সাংবিধানিক সঙ্কটের পর পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আয়েশা জালাল বলেন, আপনারা পাকিস্তানের রাজনীতির বিষয়ে তেমন কিছু জানেন না। এখানে সবকিছুই সম্ভব। পাকিস্তানের সরকারগুলো বেশিরভাগ ক্ষেত্রে তাদের মেয়াদ পূর্ণ করতে পারে না। অনাস্থা ভোটের বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট যে রায়ই দিক না কেন আগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে নির্বাচন হতে যাচ্ছে।

তিনি আরো বলেন, পাকিস্তানের এ নির্বাচনটি খুবই তিক্ত বা কষ্টদায়ক হবে কারণ এটা গ্রীষ্মকালের তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত হবে। এরপর পাকিস্তানে কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা চলবে।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
নীলফামারীতে অটোচালককে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র কি অবস্থান পরিবর্তন করলো? কোর্ট ফি’র ৫ শতাংশ বেনাভোলেন্ট ফান্ডে দেয়া ও আদালত অঙ্গন দুর্নীতিমুক্ত করার দাবি বালিয়াডাঙ্গীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ‘রাসূল সা:-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে’ বাবুগঞ্জের স্কুলছাত্রী তামান্না হত্যা মামলার ২ আসামি গ্রেফতার মানিকগঞ্জে সান লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের টাকা না দেয়ায় মানববন্ধন চট্টগ্রামে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নিহত ১ ম্যাঙ্গো ক্যালেন্ডারের দ্বিতীয় দিনেও রাজশাহীর বানেশ্বর হাট আমশূন্য ভালুকায় আইসক্রিম কারখানায় রান্নার সময় পাঁচকের মৃত্যু আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের কর্মপরিধি-সময়সীমা বাড়ছে

সকল