১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


আফগানিস্তানের বলখে খুললো মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়

শ্রেণিকক্ষে শিক্ষিকা ও শিক্ষার্থীরা - ছবি : তোলো নিউজ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বলখে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় খুলে দেয়া হয়েছে। শুক্রবার আফগান সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।

এর আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর মধ্যে গত সেপ্টেম্বরে ছেলেদের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা এলেও মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি। ওই সময় তালেবানের বিরুদ্ধে নব্বইয়ের দশকের শাসনামলের মতোই নারীশিক্ষা বন্ধ করে দেয়ার অভিযোগ করা হয়।

তবে এর মধ্যে আফগানিস্তানে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিদ্যালয় খোলা হয়। নতুন করে এখন সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির মেয়েদের বিদ্যালয় বলখ থেকে খোলা শুরু হলো।

বিদ্যালয়ে আসতে পেরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা।

তামান্না নামের এক শিক্ষার্থী বলে, 'আমরা বলতে পারি না যে সবকিছুই স্বাভাবিক রয়েছে। তবে যখন দেশের পরিস্থিতি আমরা বিবেচনা করি, এই অবস্থা ভালো এবং আমরা সন্তুষ্ট।'

অপরদিকে ফাতেমা নামে অপর শিক্ষার্থী বলেন, 'শিক্ষার প্রক্রিয়া প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার বিষয় এবং আমাদের শিক্ষকরা আমাদের সহায়তা করছেন। সাথে সাথে বিদ্যালয়ে আসার সময় নিরাপত্তা পরিস্থিতিও ভালো ছিলো।'

এদিকে শিক্ষকরা জানান, কোনো প্রকার সুযোগ-সুবিধা ও বেতন ছাড়াই তারা কর্মরত রয়েছেন।

সুহাইলা ওয়ারদাক নামের এক শিক্ষক বলেন, 'চার মাস হয়ে গেছে শিক্ষক ও কর্মচারীরা তাদের বেতন পাননি।'

এদিকে বলখের শিক্ষা বিভাগের কর্মকর্তারা অভিভাবকদের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেনো তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠায়।

শিক্ষা বিভাগের প্রধান মৌলভি মোহাম্মদ নাইম বলখি বলেন, 'আমরা চাই সব পরিবারগুলো উন্নত ভবিষ্যতের জন্য তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান। উন্নত ভবিষ্যৎ, উন্নত ও সমৃদ্ধ সমাজের জন্য শিক্ষিত প্রজন্ম প্রয়োজন।'

সূত্র : তোলো নিউজ


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল