০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে বিজেপিতে তীব্র মতবিরোধ

পশ্চিমবঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ (ডানে) - ছবি : সংগৃহীত

ভারতে বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপির উত্তরবঙ্গের নেতাদের একাংশ পৃথক রাজ্যের দাবি তুলেছেন। এই দাবির সবচেয়ে সোচ্চার সমর্থক হলেন জন বার্লা। তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু মন্ত্রী হওয়ার পরেও তিনি তার মত থেকে সরে আসেননি।

শনিবার উত্তরবঙ্গে তার মুখে আবার শোনা গেছে পশ্চিমবঙ্গ ভাগ করার দাবি। আর তার পাশে বসা রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেছেন, ‘এখন জঙ্গলমহল বা উত্তরবঙ্গ আলাদা হতে চাইলে তার সব দায়-দায়িত্ব রাজ্য সরকারের। গোর্খাল্যান্ডের দাবিকে জিইয়ে রেখে মুখ্যমন্ত্রী চুক্তি সই করেছিলেন, তখন কেন প্রশ্ন ওঠেনি? আমরা আওয়াজ তুললেই বিচ্ছিন্নতাবাদী?’

কিছুদিন আগে পর্যন্ত দিলীপ ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গ ভাগ হওয়ার কোনো প্রশ্নই নেই। দলের সিদ্ধান্ত হলো, রাজ্য ভাগ হবে না। সেই তিনিই তার আগের অবস্থান থেকে সরে এসে কী করে রাজ্যভাগকে সমর্থন করলেন, তা নিয়ে বিজেপির রাজ্য নেতারাই হয়রান। রাজ্য ভাগ হলে তা করবে কেন্দ্রীয় সরকার, তাহলে রাজ্য সরকার কীভাবে এর জন্য দায়ী থাকবে, তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা রাজ্য বিজেপি সভাপতি দেননি। তবে বার্লা চলে যাওয়ার পর দিলীপ আবার বলেছেন, শ্যামাপ্রসাদের ‘বাংলা’কেই আমরা সোনার বাংলা করব।

এরপর রাখির দিন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, ‘বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন। বাংলার সংস্কৃতি অন্য রকম। জন বার্লা বা দিলীপ ঘোষরা কী বলেছেন, আমি জানি না! তবে এই বাংলা (পশ্চিমবঙ্গ) কখনোই ভাগ হবে না।’

দক্ষিণবঙ্গের যেকোনো বিজেপি নেতা ও কর্মীর মতও তাই। দক্ষিণবঙ্গের মানুষের ভাবাবেগও তাই। এমনকী উত্তরবঙ্গের মানুষও ভাগ হতে চেয়ে সেরকম কোনো আন্দোলন করছে না। তাহলে বিজেপির উত্তরবঙ্গের কতিপয় নেতা কেন বারে বারে এই ধরনের দাবি করছেন? প্রশ্ন উঠছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি এই দাবি সমর্থন করছে?

বিজেপি সূত্র জানাচ্ছে, দলের সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রী বার বার একই দাবি তুলছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব সেটা দেখেও কিছু বলছে না, তার মানে তারা এই ব্যাপারে প্রতিক্রিয়া দেখতে চাইছেন। গত লোকসভা নির্বাচনে বিজেপি যেমন উত্তরবঙ্গ থেকে প্রচুর আসনে জিতেছিল, বিধানসভায় তা হয়নি। বিধানসভায় তৃণমূল উত্তরবঙ্গে লোকসভার তুলনায় অনেক ভালো করেছে। ফলে ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আসন ধরে রেখে তা আরো বাড়াবার উপায়ও খুঁজতে হবে বিজেপিকে। সে জন্য তারা বিভিন্ন বিষয় সামনে আনতে চাইছে।

তৃণমূলের মুখপত্র ও রাজ্যসভার চিফ হুইপ সুখেন্দু শেখর রায় এর আগে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে বলেছেন, তৃণমূল সর্বশক্তি দিয়ে রাজ্যভাগ রুখবে। কিছুতেই আর পশ্চিমবঙ্গ ভাগ হতে দেয়া হবে না। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর আনন্দবাজারকে বলেছেন, ‘বিজেপি নেতারা উত্তরবঙ্গে থাকলে এক রকম বলছেন, কলকাতায় বসে আবার অন্য রকম! ভোটের স্বার্থেই এই দ্বিচারিতা চালাচ্ছে বিজেপি। আগে তৃণমূলও ভোটের জন্য গ্রেটার কোচবিহার, কামতাপুরীর কথা বলে একই জিনিস করেছে। রাজ্যভাগের চক্রান্ত কোনো ভাবেই পশ্চিমবঙ্গের মানুষ মানবেন না।’

প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডয়চে ভেলেকে বলেছেন, ‘এটাও বিজেপির কৌশলের একটা অঙ্গ। তারা দুই ধরনের কথাই বলে রাখছে এবং কেন্দ্রীয় নেতারা চুপ। রাজ্য ভাগের বিষয়টি গুরুতর। তাই কেন্দ্রীয় সরকার ও বিজেপি শীর্ষ নেতৃত্বের উচিত, এব্যাপারে তাদের মতামত জানানো। বিষয়টি ঝুলিয়ে না রাখা।’

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল