১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


প্রেসিডেন্ট প্যালেস এখন তালেবানের নিয়ন্ত্রণে

প্রেসিডেন্ট প্যালেস এখন তালেবানের নিয়ন্ত্রণে - ছবি : সংগৃহীত

আফগানিস্তানের কাবুলে অবস্থিত প্রেসিডেন্টের প্যালেস নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করছে তালেবান।

এর আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে চলে যান। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে তিনি তাজিকিস্তান চলে গেছেন বলে জানানো হয়েছে।

তবে প্রেসিডেন্টের প্যালেসে এখন আসলে পরিস্থিতি কী- তা স্পষ্ট নয়।

স্থানীয় সাংবাদিক বিলাল সারওয়ারি জানিয়েছেন, তালেবানের সাথে মতৈক্য হয়েছিল যে, আশরাফ গনি প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানে যোগ দেবেন– কিন্তু তার পরিবর্তে তিনি ও তার সহযোগীরা দেশ ত্যাগ করেন।

তার সহযোগীরা বলেন, প্রাসাদের কর্মচারীদের চলে যেতে বলা হয়। এর পর প্রাসাদটি জনশূন্য অবস্থায় পড়ে থাকে। তবে সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেননি।

২০০১ সালে তালেবান সরকারকে উৎখাত করে আফগানিস্তান মার্কিন বাহিনী দখল করলে ২০০২ সালে যুক্তরাষ্ট্র থেকে আফগানিস্তানের আসেন আশরাফ গনি। বিশ্বব্যাংকের সাবেক এই গভর্নর আফগানিস্তানের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ২০১৪ সালে এক নির্বাচনের পর আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।

এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।

৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে তারা। যারানজ নিয়ন্ত্রণে নেয়ার ১০ দিনের মাথায় কাবুলের প্রান্তে এসে পৌঁছেছে তালেবান যোদ্ধারা।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement