২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভারতে বিধানসভা নির্বাচন : কেরালায় জিতছে বামপন্থীরা

ভারতের বিধানসভা নির্বাচনের চলছে ভোট গণনা - ছবি : এএফপি

ভারতের পাঁচ রাজ্যের অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কেরালায় জিততে চলছে বাম নেতৃত্বাধীন রাজনৈতিক জোট লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)। রোববার ভোট গণনায় প্রকাশিত ফলাফল অনুসারে ৯১টি আসন নিয়ে এগিয়ে আছে এলডিএফ।

এর আগে গত ৬ এপ্রিল কেরালায় বিধানসভার মোট ১৪০ আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ভোটার তালিকার ৭৩ দশমিক চার ভাগ ভোট পরে।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভাইরাস সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থা নিয়েই নির্বাচন পরিচালনা করা হয়।

কেরালার কমিউনিস্ট নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজাইয়ানের নেতৃত্বের এলডিপি গত ২০১৬ সালের নির্বাচনে ৯১ আসনে জয় লাভ করে সরকার গঠন করে। নতুন নির্বাচনে জয় লাভের মাধ্যমে জোটটি দ্বিতীয় দফায় সরকার গঠন করতে যাচ্ছে।

অপরদিকে মূল প্রতিদ্ব্ন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ৪৫টি আসনে এগিয়ে রয়েছে।

কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেরালায় তিনটি আসনে এগিয়ে রয়েছে।

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement